ফের বিদেশ সফরে যেতে চান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমেরিকায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন কুণাল। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে যাওয়ার সময়ে আদালতের অনুমতি নিয়েছিলেন তিনি। এরাজ্যে চলা একটি মামলার তদন্তে অভিযুক্ত তৃণমূল নেতা। সেই কারণেই বিদেশ যাওয়ার আগে তাঁকে আদালতের অনুমতি নিতে হয়। এবার আমেরিকা যাওয়ার অনুমতি চাওয়ায় কুণালকে কী বলল হাইকোর্ট?
কুণালের আবেদনে কী জানাল কলকাতা হাইকোর্ট?
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইেকার্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই অনুমতি দেয়। কুণাল ঘোষ ভিসার জন্য আবেদন করতে পারেবন বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে তাঁর গোটা সফরসূচি হাইকোর্টে জানাতে হবে। তবে এবার আর কুণালের বিদেশযাত্রায় আপত্তি করেনি সিবিআই।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর স্পেনে বাণিজ্য সম্মলনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন কুণাল ঘোষও। তবে সেবার কুণাল ঘোষের স্পেন যাত্রায় আপত্তি তোলে কেন্দ্রীয় সংস্থা সিবিআিই। যদিও কলকাতা হাইকোর্ট কুণাল ঘোষকে স্পেন সফরে ছাড়পত্র দেয়।
আরও পড়ুন- তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! দেশের সেরা দশের তালিকায় কলকাতার একাধিক স্কুল
কুণাল ঘোষ বিদেশে গেলে তিনি যে মামলায় অভিযুক্ত তার তদন্ত প্রক্রিয়া কীভাবে ব্যাহত হতে পারে সেব্যাপারে সুনির্দিষ্টভাবে হাইকোর্টে কিছু জানাতে পারেনি সিবিআই। সেই কারণেই কুণালকে স্পেন সফরে যেতে অনুমতি দেয় হাইকোর্ট। এবার অবশ্য কুণালের আমেরিকা সফরে আর বাধা হয়ে দাঁড়ায়নি সিবিআই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কুণালের বিদেশযাত্রায় ছাড়পত্র দিয়েছে।