Advertisment

ফের বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, শুরু করতে হবে ৩৯২৯ পদে নিয়োগের প্রক্রিয়া

এই মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর। ওই দিনই আদালতে প্রাথমিক শিক্ষক পর্ষদকে জানাতে হবে যে আদালতের নির্দেশের পর নতুন কারা কারা চাকরি পেলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
2016 slst teacher recruitment case fake age calcutta high court directs cbi enquiry

কলকাতা হাইকোর্ট।

ফের চাকরি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক স্কুলের শিক্ষক পদে ২০২০ সালে প্রাথমিকে নিয়োগের পর এখনও যে শূন্যপদগুলি রয়ে গিয়েছে সেখানে ৩৯২৯ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেন বিচারপতি। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisment

এই মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর। ওই দিনই আদালতে প্রাথমিক শিক্ষক পর্ষদকে জানাতে হবে যে আদালতের নির্দেশের পর নতুন কারা কারা চাকরি পেলেন।

সোমবারই অপর একটি মামলায় প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারও আগে প্রথমে ৭৭ জন, পরে ১১২ জনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। পুজোর আগেই তাঁদের নিয়োগপত্র দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। নতুন ৬৫ জনকেও পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আদালতের নির্দেশ মোতাবেক, ১৮৫ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে আদালতে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Calcutta High Court Primary TET Abhijit Ganguly
Advertisment