scorecardresearch

এগরার বিস্ফোরণ: তদন্তে CID-ই, ছবি দেখে আঁতকে উঠে ‘বিস্ফোরক আইন’ নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির

এই মামলায় সিআইডি-ই তদন্ত করবে।

calcutta high court on egra blast case , এগরার বিস্ফোরণ: ছবি দেখে আঁতকে উঠেই 'বিস্ফোরক আইন' নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির
তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।

এগরা বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। এদিন ছিল সেই মামলার শুনানি। বিস্ফোরণের পরে দুর্ঘটনাস্থলের ছবি দেখে আঁতকে উঠেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। শুনানি শেষে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় লঘু ধারায় মামলা রুজু হয়েছে বলে ইতিমধ্যেই বিতর্ক বেঁধেছে। এগরাকাণ্ডে বিস্ফোরক আইন লাগুর বিষয়টি নিয়ে এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘বিস্ফোরণের ভয়াবহতা এবং মৃত্যু দেখে মনে হচ্ছে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে। যে হেতু তদন্ত শুরু হয়েছে, তাই সিআইডি খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আবার বিস্ফোরক আইনে মামলা হলে আইন মোতাবেক এনআইএর-ও তদন্ত করবার অধিকার থাকবে।’ তবে, এই মামলায় সিআইডি-ই তদন্ত করবে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েক জন। সেই দুর্ঘটনার ছবি দেখেএদিন আঁতকে ওঠেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম শুনানির সময় তিনি মন্তব্য করেন, ‘হে ভগবান! কী হয়েছে! মৃতদেহগুলি একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।’

ওই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কেন বিস্ফোরক আইনে মামলা করা হয়নি? প্রশানের যুক্তি যে, বিস্ফোরক ব্যবহার ও তার ফলে পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতির উল্লেখ করে ভারতীয় দণ্ডবিধির সব ধারা যুক্ত করা হয়েছে।

তৃণণূলের দাবি, বিস্ফোরণের তথ্যপ্রমাণ সহ ফরেন্সিক রিপোর্ট আসার আগে বিস্ফোরক আইনের ধারা দিলে মামলা দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে এদিন কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ বিশেষ তাৎপর্যবাহী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Calcutta high court on egra blast case