Advertisment

পর্ষদ দফতরের সামনে জারি থাকবে ১৪৪ ধারা, প্রয়োজনে পুলিশি ব্যবস্থা, নির্দেশ হাইকোর্টের

৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্য়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
2016 slst teacher recruitment case fake age calcutta high court directs cbi enquiry

কলকাতা হাইকোর্ট।

প্রাথমিক শিক্ষা পর্ষদ দফতরের সামনে ২০১৪’র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের ১৪৪ ধারা মানতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ। উর্দিধারীদের সমালোচনার পাশাপাশি বলা হয়েছে, ১৪৪ ধারা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকেই। একইসঙ্গে পর্ষদের অফিসে কর্মীদের প্রবেশ-প্রস্থানের বন্দোবস্তও করতে হবে পুলিশকেই। ৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

পর্ষদের তরফে আইনজীবী সুবীর সান্যাল এ দিন আদালতে বলেন, 'আমরা আন্দোলনের বিরোধী নই। আমরা চাই আমাদের কর্মী অফিসারদের অফিসে ঢোকা বেরনো, গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করুক পুলিশ। আমরা পুলিশের কাছে আবেদন করেছি মেল করে।'

রাজ্যের তরফে আদালতে আন্দোলনকারীরা যাতে ১৪৪ ধারা যথাযতভাবে মানে তার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। রাজ্যের আইনজীবীর বক্তব্য, 'সরকার চেষ্টা করলেও সংশ্লিষ্ট জায়গা থেকে আন্দোলনকারীদের সরাতে পারা যাচ্ছে না। সেখানে হাসপাতাল, অফিস আছে, গুরুত্বপূর্ণ এলাকা। ক্রমশ ভিড় বাড়ছে। ৯ অক্টোবর থেকে ১৪৪ ধারা জারি হলেও তা মানা হচ্ছে না। আদালত যথাযত পদক্ষেপ করুক।'

উভয়পক্ষের সওয়াল শুনে এরপরই হাই কোর্টের নির্দেশ, প্রাথমিক পর্ষদের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ১৪৪ ধারা মানতে হবে।

এদিকে ২০১৪ সালের টেট প্রার্থীদের ধরনায় বিরোধিতায় বৃহস্পতিবার ফের আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল পর্ষদ।

Calcutta High Court West Bengal Police TET West Bengal Primary TET
Advertisment