scorecardresearch

ঠিক কী কী করতে পারবে, সিভিক ভলান্টিয়ারদের কাজের গাইডলাইন বানাতে নির্দেশ হাইকোর্টের

বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, সিভিক পুলিশ হল সরকারি লাইসেন্সপ্রাপ্ত ‘মস্তান’।

calcutta high court order to make guidelines for civic volunteer , সিভিক ভলান্টিয়ারদের কাজের গাইডলাইন বানাতে নির্দেশ হাইকোর্টের
সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে প্রশ্ন!

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী কী? তা জানতে চেয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজের গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্ক্ষলা)-কে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ- আগামী ২৯ মার্চের মধ্যে গাইডলাইন তৈরি করে জমা দিতে হবে। সেই গাইডলাইনে স্পষ্ট করে লিখে দিতে হবে যে, সিভিক ভলান্টিয়াররা ঠিক কী কী কাজ করতে পারবেন।

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গত কয়েক বছরের নানা অভিযোগ উঠেছে। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর সঙ্গেও সিভিক পুলিশ জড়িত বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকবার সিভিক পুলিশদের কাজ নিয়ে সতর্ক করেছেন। তারপরও এদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, শিভিক পুলিশ হল সরকারি লাইসেন্সপ্রাপ্ত ‘মস্তান’।

সম্প্রতি সরশুনা থানার এক যুবককে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। যুবকের পরিবারের দাবি, বাড়ি থেকে গাড়িতে তোলার সময়ে ছিলেন ২ জন সিভিক ভলান্টিয়ার ছিলেন। তারপর বেশ কয়েকদিন হয়ে গেলেও ওই যুবক বাড়ি ফেরেননি। এ নিয়েই হাইকোর্টে মামলা করে নিখোঁজ যুবকের পরিবার। এদিন এই মামলার শুনানিতে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আনিস খানের প্রসঙ্গ তুলে ধরেন। সওয়ালে আইনজীবী সব্যসাচী তুলে ধরেন যে, মধ্যরাতে আনিস খানের বাড়িতেও সিভিক ভলান্টিয়াররা গিয়েছিলেন। তারপরই এদিন সিভিক ভলান্টিয়ারদের কাজের ব্যাপারে গাইডলাইন বেঁধে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Calcutta high court order to make guidelines for civic volunteer