নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে মাথায় রেখে এই মামলার অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে স্কুল শিক্ষা দফতর গঠিত কমিটির কার্যকলাপ খতিয়ে দেখবে সিবিআই। দুর্নীতি কত দূর ছড়িয়েছে তা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্যানেলে নাম না থাকা সত্ত্বেও কী ভাবে নিয়োগ হল তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০১৯-এর ১ জানয়ুারিতে নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নিয়োগের সুপারিশ করেছিল। সেই কিমিটির বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে আদালত। ২১ মার্চ মামলার পরবর্তী শুনানি।
জানা গিয়েছে, সরকার এই আদেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আপিল করবে।