মিলছে না এসএসকেএমের অনুমতি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে আগেই আদালতে জানিয়েছিল ইডি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আর্জি জানিয়ে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই আবেদনের ভিত্তিতে 'কাকু'র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যায় কি না, তা জানার জন্য ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ইডির তদন্তকারী অফিসারের নেতৃত্বে ইএসআই হাসপাতালে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডে থাকবেন ইএসআই হাসপাতালের তিন চিকিৎসকও। আদালতের এই নির্দেশের পরই শনিবার তৎপর হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা। ইডির একটি দল এই প্রসঙ্গে কথা বলতে ইএসআই হাসপাতালেও গিয়েছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য ইএসআই হাসপাতাল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়
আরও পড়ুন- মমতাকে গ্রেফতারের দাবি, রেগে আগুন শুভেন্দুর পুলিশে নালিশ
গত ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। গত অগস্টে বাইপাস সার্জারি হয় 'কাকু'র। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকেই তিনি ওই হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। কেন এতদিন ধরে হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে তাঁর? তা জানতে ইতিমধধ্যেই সরকারি সুপার স্পেশালিটি ওই হাসপাতালে ঢুঁ মেরেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তকারীরা মনে করছেন সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জরুরি। কিন্তু হাসপাতালের তরফে সেই পরীক্ষার অনুমতি মিলছে না। ফলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি।
ইডি-র আর্জি মেনে ইএসআই হাসপাতালে 'কাকু'র শারীরিক অবস্থা পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সূত্রের খবর, আগামী সপ্তাহেই কালীঘাটের কাকুর শারীরিক সুস্থতা পরীক্ষা করা হতে পারে।
আরও পড়ুন- আজব কাণ্ড দিঘায়! অভিযোগের বদলে হাই, হ্যালো, গুডমর্নিংয়েই উপচে পড়ছে হোয়াটসঅ্যাপ