স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকারকে অপসারণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। SSC-তে নিয়োগ প্রক্রিয়ায় একটি অনিয়মের মামলাতেই এই সুপারিশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অপসারণের সুপারিশের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ আদালতের। তাঁর অপসারণের বিষয়টি দেখতে শিক্ষা দফতরের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
SSC-র চেয়ারম্যানের ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলাকাতা হাইকোর্টে এসএলএসটি-র নবম এবং দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ভুল নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল।
আরও পড়ুন- রাজ্যের আবেদনে সাড়া হাইকোর্টের, গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে বাদ শুভেন্দু
সেই মামলার শুনানিতে SSC-র চেয়ারম্যানকে অপসারণের সুপারিশের পাশাপাশি মামলাকারী চাকরিপ্রার্থীকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, মামলাকারী চাকরিপ্রার্থী SSC-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ, এসএলএসটি-র মেধা তালিকায় ১৪৯ নম্বরে থাকা সত্ত্বেও নিয়োগপত্র পাননি তিনি। অথচ তালিকায় তাঁর পরে নাম থাকা অনেকেই চাকরির নিয়োগপত্র পেয়েছেন। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বেনিয়ম হয়েছে বলেও অভিযোগ চাকরিপ্রার্থী মামলাকারীর।
সোমবার সেই মামলার শুনানিতেই বেনজির সুপারিশ কলকাতা হাইকোর্টের। SSC-র চেযারম্যানকেই অপসারণের সুপারিশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এরই পাশাপাশি মামলাকারী চাকরিপ্রার্থীকে শূন্যপদ দেখে তাঁর বাড়ির সবচেয়ে কম দূরত্বের মধ্যে থাকা পাঁচটি স্কুলের জন্য কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ আদালতের।