নবান্নের পুনর্বিবেচনার আর্জির ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে (৩৪ শতাংশ) ডিএ পান কিনা সেটাই এখন নজর পশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও নবান্নের।
কেন্দ্রীয় হারে তিন মাসের মধ্য়ে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য এর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৯ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়। আদালতের সেই রায়ই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বর্তমানে কেন্দ্রের তুলনায় ৩১ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা কম পান রাজ্য সরকারের কর্মীরা।
সেই মামলারই শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে।
শুরুতে না মানলেও পরে আদালতের নির্দেশের ভিত্তিতে মমতা সরকার মেনে নেয় যে মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার।