Advertisment

Sheikh Shahjahan-Calcutta High Court: আর পালিয়ে 'বাঁচতে' পারবে না শেখ শাহজাহান, বিরাট নির্দেশ হাইকোর্টের

Sheikh Shahjahan-Calcutta High Court: সন্দেশখালি মামলায় শেখ শাহজাহান নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইেকার্টের। গত চার বছরে সন্দেশখালি নিয়ে ৪৩টি FIR দায়ের হয়েছে। যার মধ্যে ৪২টি মামলার চার্জশিটও জমা পড়েছে। আদালত এদিন জানিয়েছে, এবার সেই চার্জশিটগুলিও প্রয়োজনে খতিয়ে দেখা হবে। গতকালই সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আদালতের স্থগিতাদেশের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পরের দিনেই উচ্চ আদালত এব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali Row Sheikh Shahjahan Calcutta High Court , সন্দেশখালি বিতর্ক শেখ শাহজাহান কলকাতা হাইকোর্ট

Sheikh Shahjahan-Calcutta High Court: শাহজানকে গ্রেফতারে সিবিআই, ইডি বা পুলিশের কোনও বাধা নেই।

Sheikh Shahjahan-Calcutta High Court: শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতারে কোনও স্থগিতাদেশ নেই। সোমবার স্পষ্ট করে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শেখ শাহজাহান। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisment

সন্দেশখালি (Sandeshkhali) মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt)। শেখ শাহজাহনকে চাইলে পুলিশ গ্রেফতার করতেই পারে, স্পষ্ট করে জানালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সুতরাং, সন্দেশখালির একদা বেতাজ বাদশাকে গ্রেফতারে যে আইনি বাধার কথা বিভিন্ন মহল থকে বলা হচ্ছিল তা কার্যত নস্যাৎ করে দিল খোদ উচ্চ আদালতই।

শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি হাইকোর্টের তরফেই দু'টি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। উল্লেখ্য, শেখ শাহজাহানকে গ্রেফতারে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে বলে গুঢ্জন ছড়ায়। পুলিশ সেই কারণেই শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না বলে বিভিন্ন মহল থেকে বলা হয়। তবে এদিন এবিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল উচ্চ আদালত। শাহজাহানকে গ্রেফতারে আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি বলে এদিন জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। এমনকী এই মামলায় শাহজাহানকে পার্টি করার পাশাপাশি রাজ্য পুলিশ, ইডি ও সিবিআইকেও পার্টি করার নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুন- Sandeshkhali Case: রণক্ষেত্র সন্দেশখালি, অজিত-হলধরের পর এবার গ্রামবাসীদের রোষে তৃণমূল পঞ্চায়েত সদস্য, বাড়ি ভাঙচুর

শেষ চার বছরে ৪৩টি FIR দায়ের হয়েছে। যার মধ্যে ৪২টি মামলার চার্জশিট জমা পড়েছে। আদালত এদিন জানিয়েছে, এবার সেই চার্জশিটগুলিও প্রয়োজনে খতিয়ে দেখা হবে। এদিন প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, সন্দেশখালি মামলায় যে সিট গঠন হয়েছিল তার কার্যকলাপেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে শাহজাহানকে গ্রেফতারে স্থগিতাদেশ নেই।

এবিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে বলেন, "এটাই যদি আগে হাইকোর্ট জানাত, তাহলে এতদিন কিছুই হতো না। অভিষেক বন্দ্যেপাধ্যায় যেটা বলেছেন, যে মোদীর প্রচারকে কেন্দ্র করে সন্দেশখালির আগুন নিভতে দেওয়া যাবে না। সেই উদ্দেশ্যেই কি ৫০-৫৫ দিন ধরে এটা টানা হল? আগে কেন এই ব্যবস্থা নেওয়া হয়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি সকলের সামনের আনার পরে হাইকোর্ট বিষয়টি জানাল। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। এটা এবার সামনে এসে গেছে।"

highcourt Sandeshkhali sheikh shahjahan tmc
Advertisment