Advertisment

‘এসএসসি নিয়োগে কেন বারবার চাকরিপ্রার্থীরা কোর্টে?’, রাজ্যকে প্রশ্ন ক্ষুব্ধ হাইকোর্টের

SSC Recruitment: চলতি মাসেই উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে এসএসসি-কে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court has issued an interim stay on the transfer of contractual teachers by Bengal Govt

ফাইল ছবি।

SSC Recruitment: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগে ফের হাইকোর্টের উষ্মার মুখে রাজ্য। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কেন বারবার অস্বছতার অভিযোগ উঠছে? সোমবার এক মামলার শুনানিতে এই প্রশ্ন করেছে আদালত। চাকরিপ্রার্থীদের কেন বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এভাবেও রাজ্যের দিকে প্রশ্ন ছুড়েছে আদালত। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই শুনানিতে এসএসসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিচারপতি।

Advertisment

এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে এসএসসির বিরুদ্ধে গরমিলের অভিযোগ ওঠে। ২০১৯ সালে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। চলতি বছরে জানা যায়, ওয়েটিং লিস্টের ২১৪ নম্বর প্রার্থীকে টপকে ২৫৩ নম্বর র‍্যাঙ্কের প্রার্থী সুযোগ পেয়েছেন।

নিয়োগে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু  করেন কয়েকজন চাকরিপ্রার্থী। কমিশনের কাছে বিচারপতি জানতে চান, কেন বার বার এ ধরনের বেনিয়মের অভিযোগ উঠছে? স্বচ্ছতার সঙ্গে কেন নিয়োগ করা হচ্ছে না? এই মর্মে এসএসসি-র কাছে হলফনামা তলব করেছে আদালত। আগামী ৩১ অগস্টের মধ্যে ওই হলফনামা আদালতে জমা দিতে হবে।

প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর আগেও আদালতের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য। চলতি মাসেই উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে এসএসসি-কে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

SSC recruitment Calcutta High Court Upper primary
Advertisment