Advertisment

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা: ডিভিশন বেঞ্চে ধাক্কা মমতা সরকারের, কেন?

ডিভিশন বেঞ্চ মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high courts division bench cannot hear wb govts municipality recruitment scam plea, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা: ডিভিশন বেঞ্চে ধাক্কা মমতা সরকারের, কেন?

পুর নিয়োদ দুর্নীতি মামলাটি ডিভিশন বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় নেই। তাই এই মামলার শুনানি সম্ভব নয়। জানিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে।

Advertisment

পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। পুর মামলায় পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বলেছিলেন, 'ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতি (বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়)-র বিচারাধীন বিষয় নয়। তবে তিনি কী ভাবে এই নির্দেশ দিতে পারেন? হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। ওই বেঞ্চে পুরসভার মামলা নেই। তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই ওই বেঞ্চের।'

পাশাপাশি এজি-র দাবি ছিল, 'আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সাধারণত কোনও ঘটনা ঘটলে তা রাজ্যের পুলিশ তদন্ত করে। খুবই কম ঘটনায় অন্য সংস্থাকে তদন্তভার দেওয়া হয়। এ ক্ষেত্রে রাজ্যকে সুযোগ দেওয়া হয়নি। তাই ইডির আবেদন কোনও ভাবেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।'

এরপরই সিঙ্গল বেঞ্চ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। শুক্রবার ডিভিশন বেঞ্চ মামলাটি বিচার্য বিষয়ে নেই বলে গ্রহণ করল না।

Calcutta High Court West Bengal
Advertisment