Advertisment

মেডিক্যাল কলেজে জারি আন্দোলন, অনশনেই 'অধিকার' ছিনিয়ে নিতে প্রত্যয়ী ডাক্তারি পড়ুয়ারা

মেডিক্যাল কলেজের অনশন আন্দোলন পড়ল তৃতীয় দিনে।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta medical college hunger strike going on

কলকাতা মেডিক্যাল কলেজে জারি অনশন আন্দোলন। ছবি: শশী ঘোষ।

অনশন আন্দোলনে অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আগামী ২২ ডিসেম্বরই করতে হবে ছাত্র ভোট, অবস্থানে অনড় থেকে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দফায়-দফায় আলোচনা চালানোর চেষ্টা জারি রেখেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এমনকী শনিবার রাতে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। তাতেও চিঁড়ে ভেজেনি।

Advertisment

কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র বিক্ষোভ জারি। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে অনড় পড়ুয়ারা। একটানা তিনদিনে পড়ল মেডিক্যাল কলেজের পড়ুয়াদের এই অনশন কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার কথা জানিয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্র ভোটের দাবির পাশাপাশি তাঁদের হেনস্থায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতেও অনড় রয়েছেন পড়ুয়ারা। একইসঙ্গে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরি বন্ধের উপযুক্ত তদন্তের দাবিতেও সোচ্চার রয়েছেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা গ্রেফতার, দুর্নীতির মামলায় জালে পুরল পুলিশ

গত কয়েকদিনে বারবার পড়ুয়াদের সঙ্গে কথা বলে আন্দোলন তোলার চেষ্টা চালিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এমনকী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতাল সুপার নিজে গিয়ে কথা বলেছেন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের চেষ্টা চালিয়েছেন তাঁরা। যদিও তাতেও জট কাটেনি। মেডিক্যাল কলেজের তরফে পড়ুয়াদের এই আন্দোলন নিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বাংলা যেন বারুদের স্তূপ! এবার ধানজমিতে মিলল কাঁড়ি-কাঁড়ি বোমা

শনিবার রাতে স্বাস্থ্য দফতরের কয়েকজন আধিকারিক গিয়েছিলেন আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে। তাঁরাও পড়ুয়াদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে পড়ুয়ারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন তুলে নিতে রাজি হননি। মোটের উপর মেডিক্যাল কলেজের জট এখনও কাটেনি। এদিকে, মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের দাবি সঙ্গত এবং এব্যাপারে পড়ুয়াদের দাবিকে মান্যতা দেওয়া উচিত বলেই মনে করে চিকিৎসকদের একাধিক সংগঠন।

Medical students calcutta medical college protest kolkata news Hunger Strike
Advertisment