দাবি আদায়ে ফের আন্দোলনে কুড়মিরা। আগামী বুধবার, ২০ সেপ্টেম্বর তাঁদের প্রস্তাবিত আন্দোলন কর্মসূচির জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে। সোমবার রাতেই এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। কুড়মি আন্দোলনের জেরে সপ্তাহের মাঝে ফের একবার প্রবল দুর্ভোগে পড়তে হতে পারে যাত্রীদের।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার, ২০ সেপ্টেম্বর দুটি ট্রেন বাতিল থাকবে। বাতিল থাকবে ১৩৪০৪ ভাগলপুর – রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৮০৮৬ গোড্ডা – টাটানগর এক্সপ্রেস। এরই পাশাপাশি ১৯ সেপ্টেম্বর রাতে ওই শাখার আরও ৭টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- গণেশ পুজোয় বিশেষ তাৎপর্যপূর্ণ রিদ্ধি-সিদ্ধি, জানুন কারা তারা?
১৯ সেপ্টেম্বর রাতে বাতিল থাকবে ১০০৭ সেকেন্দ্রাবাদ - দ্বারভাঙ্গা এক্সপ্রেস, ২৮১৮২ কাটিহার - টাটানগর এক্সপ্রেস, ২২৫১১ লোকমান্য তিলক টার্মিনাল - কামাখ্যা এক্সপ্রেস, ১৫৬৬২ কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস, ১৫০২৮ গোরখপুর - হাতিয়া মৌর্য এক্সপ্রেস, ১৩২৮৮ রাজেন্দ্র নগর টার্মিনাল - দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস এবং ০৭০৫২ রাক্সৌল - সেকেন্দ্রাবাদ স্পেশাল।
এর আগেও কুড়মি আন্দোলনের জেরে দফায়-দফায় রেল চলাচল ব্যাহত হয়েছে। টানা কয়েকদিন ধরে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় রেল পরিষেবা কার্যত ভেঙে পড়েছিল। শুধু রেল যোগাযোগই নয়, কুড়মি আন্দোলন-বিক্ষোভ চলে সড়কপথেও। টানা কয়েকদিন ধরে কার্যত অবরুদ্ধ হয়েছিল জাতীয় সড়ক। এবার দাবি আদায়ে ফের একবার পথে কুড়মি সমাজ।