Advertisment

বিরাট ফাটল বাম ঐক্যে! তৃণমূল কোন ছাড়! ফবঃ প্রার্থীকে হারাতে ময়দানে সিপিএম

পঞ্চায়েতের ময়দানে বাম ঐক্যে ফাটল।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
candidate of forward block is fighting against cpm candidate in panchayat polls

ভোটের লড়াইয়ে মুখোমুখি দুই বাম প্রার্থী।

পূর্ব বর্ধমানে এবার বাম ঐক্যে ফাটল! খণ্ডঘোষের শশাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নিশ্চিতপুর গ্রামে এই বিষয়টি নিয়ে এখন চর্চা তুঙ্গে। পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের ১২৭ নম্বর বুথে সিপিএম প্রার্থীর বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। বাম শিবিরে এই চূড়ান্ত মতানৈক্যে দেদার টিপ্পনি তৃণমূলের।

Advertisment

পঞ্চায়েত ভোট ঘোষণার পরপরই শাসকদলকে পিছনে ফেলে বামেরাই আগে প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই সময় সিপিএম নেতৃত্ব বড় মুখ করে ঘোষণা করে যে বাম ঐক্য ষোলোআনা হয়েছে। কিন্ত সেটা বোধ হয় কথার কথাই ছিল। ঐক্যে ফাটলের ছবিটা পূর্ব বর্ধমান জেলাতেই ধরা পড়ে যায়। জেলার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের ১২৭ নম্বর বুথে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ জামালউদ্দিন ওরফে বকুল।

ফরওয়ার্ড ব্লকের এই প্রার্থীর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শেখ ইমাম হোসেন ওরফে মনা। আর এই দুই বাম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বাজি শেখ নাজির হোসেন। বামেদের দুই প্রার্থী লড়াইয়ে নামায় আখেরে তিনিই লাভবান হবেন বলে আশাবাদী তৃণমূলের প্রার্থী।

আরও পড়ুন- তিনবারের প্রধান ও পাঁচবারের সদস্য, নেই বাড়ি-গাড়ি, ভোটে এবারও সাফল্যে প্রত্যয়ী তিনি

কিন্তু বাম ঐক্যে কেন এই ফাটল? ফরওয়ার্ড ব্লক সভাপতি তথা প্রার্থী শেখ জামালউদ্দিন এপ্রসঙ্গে বলেন, 'কিছুদিন আগে সিপিএমের রাজ্য নেতা অমল হালদার কথা দিয়ে গিয়েছিলেন শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর সংসদের ১২৭ নম্বর আসনে ফরওয়ার্ড ব্লকেরই প্রার্থী থাকবে। কিন্তু অদ্ভুতভাবে সিপিএম কথা রাখেনি।' এমনটা হওয়ার জন্য জামালউদ্দিন সিপিএমের খণ্ডঘোষ ১ নম্বর এরিয়া কমিটির নেতা বিশ্বরূপ হাজরার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

তাঁর আরও অভিযোগ, সিপিএমের প্রার্থী আসলে তৃণমূল কংগ্রেসেরই লোক। ১২৭ নম্বর আসনে ফরওয়ার্ড ব্লকের শক্তি চিরকাল বেশি। তাই তলায় তলায় তাঁকে হারিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করার খেলা চলছে বলেই দাবি করেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী।

আরও পড়ুন- EXCLUSIVE: পুরুষদের লক-আপ ছিলই, এবার সল্টলেকের ইডি দফতরে মহিলাদের জন্য নয়া ব্যবস্থা

সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন যদিও বৃহস্পতিবারও দাবি করেন, 'পূর্ব বর্ধমান জেলায় বাম ঐক্য অটুট আছে।' শশঙ্গায় কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখতে হবে বলে সৈয়দ হোসেন মন্তব্য করেন। সিপিএম প্রার্থী বিশ্বরূপ হাজরার দাবি, 'বাম ঐক্য ভাঙেনি। তাঁরা মনোনয়ন পেশ করেছিলেন। কিন্তু তুলে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছিল'। জামালউদ্দিন জানান, ওরা প্রচার করবে না বলে জানিয়েছিল। কিন্তু এখন পোস্টার মেরেছে। দেওয়াল লিখন করেছে। এটা বাম ঐক্যের পরিপন্থী।

খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থীব ইসলাম বলেন, 'ওদের ঐক্য কোনও দিন ছিল না । বাম আমলেও ওদের শরিকি লড়াই গোটা রাজ্যবাসী দেখেছে। ওরা মুখে বাম ঐক্য জিন্দাবাদ বলে যা বলে সেটি ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আগেও যেমন ছিল, এখনও তেমনটাই আছে বলে অপার্থীব ইসলাম মন্তব্য করেন।

tmc panchayat election CPIM West Bengal Purba Bardhaman panchayat election 2023
Advertisment