Advertisment

নাকা-চেকিংয়ে ট্যাক্সি থামতেই পুলিশের চক্ষু-চড়কগাছ! তারপর?

ভোররাতে হুলস্থূল কাণ্ডে তোলপাড় অবস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
cannabis recovered from taxi during police naka checking at bandel , নাকা-চেকিংয়ে ট্যাক্সি থামতেই পুলিশের চক্ষু-চড়কগাছ! তারপর?

বাজেয়াপ্ত সেই ট্যাক্সি।

রাত তখন গভীর। তীব্র গতিতে অন্ধকার চিরে ছুটে চলেছে একটি হলুদ ট্যাক্সি। সওয়ারি এক মহিলা ও পুরুষ। পুলিশের নাকা চেকিং চলছিল তখন। ট্যাক্সিটি আটকে পড়ে সেখানেই। আর গাড়ি তল্লাশি করতেই পুলিশের চক্ষু চড়কগাছ!

Advertisment

শনিবার ভোররাতের ঘটনা। ঘটনাস্থল জিটি রোড ব্যান্ডেল কেওটা অঞ্চল। পুলিশ ওই ট্যাক্সি থেকে দু'ব্যাগ ভর্তি গাঁজার প্যাকেট উদ্ধার করে। গ্রেফতার করা হয় ওই ট্যাক্সির চালক সহ দুই সওয়ারীকে। এদের মধ্যে একজন মহিলাও আছেন। গ্রেফতার হয়েছে সাগর তামাং, কল্পনা হালদার, ট্য়াক্সির ড্রাইভার পুরুষোত্তম ঝা।

publive-image
উদ্ধার হওয়া গাঁজা ও ধৃত তিন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা ওড়িশা থেকে রেলপথে ওই গাঁজা এনে হাওড়া থেকে ট্যাক্সি ধরেন। গন্তব্যস্থল ছিল পূর্ব বর্ধমানের কালনা। ধৃতদের মধ্যে সাগর তামাং উত্তরবঙ্গের মাদারিহাটের যুবক আর কল্পনার বাড়ি হুগলির মগড়াতে। পুলিশের অনুমান এঁরা দুজনেই মাদক বাহকের কাজ করেন। এঁদের মধ্যে কল্পনা অতীতে এই রকম মামলাতে ধরাও পড়েছেন মেমারী থানায়।

মাদক কোথা থেকে আসছিল আর কোথায় ছিল গন্তব্য? সেসব নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ধৃতদের এনডিপিএস মামলায় চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।

Cannabis Hooghly Chinsurah
Advertisment