Waqf row: দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জঙ্গিপুর! ওয়াকফ আইনের বিরোধিতায় ধুন্ধুমার

Jangipur Chaos: পুলিস ও আন্দোলনকারীদের সংঘর্ষে ওমরপুর এবং সংলগ্ন এলাকা মুহূর্তের মধ্যে রনক্ষেত্রের চেহারা নেয়। ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Jangipur Chaos: পুলিস ও আন্দোলনকারীদের সংঘর্ষে ওমরপুর এবং সংলগ্ন এলাকা মুহূর্তের মধ্যে রনক্ষেত্রের চেহারা নেয়। ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
waqf law Protest jangipur

দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র জঙ্গিপুর! ওয়াকফ আইনের বিরোধিতায় ধুন্ধুমার

waqf law Protest jangipur: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। 

Advertisment

পুলিস ও আন্দোলনকারীদের সংঘর্ষে ওমরপুর এবং সংলগ্ন এলাকা মুহূর্তের মধ্যে রনক্ষেত্রের চেহারা নেয়। ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

ফরাক্কা ও বহরমপুরের দিকে ১২ নম্বর জাতীয় সড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পুলিস সুপার আনন্দ রায় এবং অন্যান্য আধিকারিকরা।  

Advertisment

জানা গিয়েছে, এদিন বিকেলে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার মানুষ ওমরপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে জড়ো হন। তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিস অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা মারমুখি হয়ে ওঠে। পুলিসের গাড়িকে লক্ষ্য করে ধেয়ে আসতে ইট, পাথর।  ঘটনার জেরে বেশ কয়েকজন পুলিসকর্মী জখম হয়েছেন বলেই খবর। বিক্ষোভকারীরা পুলিসের গাড়িতে ভাঙচুর চালায়। পরে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিসের গাড়ি। 

ভয়ানক পরিস্থিতিতে পথ চলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিস বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। ঘটনা প্রসঙ্গে জঙ্গিপুর পুলিস সুপার আনন্দ রায় বলেন, ঘটনার জেরে কয়েকজন পুলিস কর্মী জখম হয়েছেন। পুলিসের উপর হামলা ও পুলিসের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এলাকায়   প্রচুর সংখ্যায় পুলিস মোতায়েন রয়েছে।

এদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জেহাদিরা গণতান্ত্রিক দেশে যেভাবে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেভাবে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে তাতে রাজ্যের পুলিসই আজ সুরক্ষিত নয় । রাজ্যের পুলিশ যখন পরিস্থিতি সামাল দিতে পারছে না তখন কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রের কাছে রাজ্য সরকার আবেদনকরুন। পুরোটাই সরকারের মদতে ঘটে চলেছে। ২৬ হাজার চাকরি বাতিল থেকে নজর ঘোরাতেই এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে"।

এদিকে বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে এক পোস্টে মমতা সরকারকে নিশানা করেও লিখেছেন, "ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যেভাবে মুর্শিদাবাদের রাস্তায় নেমে এক শ্রেণির মানুষ প্রকাশ্যে সংবিধান অমান্য করার আহ্বান জানিয়েছে তাতে পরিষ্কার বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে।  পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে"। 

এদিকে রাজ্য পুলিশের তরফে এক বার্তায় বলা হয়েছে, "জঙ্গিপুরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। যারা হিংসায় মদত দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে"। একই সঙ্গে কোন ধরণের গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। 

Bengali News Today Bangla News Waqf bill Murshidabad