ভোটমুখী বিহার থেকে বাংলায় কার কাছে পাচার লক্ষ লক্ষ টাকা? চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড়

পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা,কৃষ্ণ দাস,বাবলু দাস এবং নবীন কুমার সিং। ধৃতরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা,কৃষ্ণ দাস,বাবলু দাস এবং নবীন কুমার সিং। ধৃতরা বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
cats

উদ্ধার টাকার পাহাড়

ইডি (ED) হানায় বাংলা জুড়ে উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। তবে বৃহস্পতিবার রাতে 
একেবারে উলট পুরাণ কাণ্ড পূর্ব বর্ধমানের মেমারিতে। বিহার থেকে আসা যাত্রীবাহী বাস জাতীয় সড়কে মেমারির পালসিট টোল প্লাজায় দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার নগদ ৭২ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ দুই চালক সহ এক খালাসি ও এক যাত্রীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের পেশ করা হয় বর্ধমান আদালতে। বিপুল পরিমাণ এই টাকা কোথা থেকে আনা হচ্ছিল,কার কাছে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই তথ্য উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ বিহারের ভাগলপুর থেকে কলকাতা মুখী একটি যাত্রীবাহী বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় এসে দাঁড়ায়।গোপন সূত্রে পাওয়া তথ্যের  ভিত্তিতে
মেমারি থানার পুলিশ ওই বাসটিতে তল্লাশি চালানো শুরু করে। তল্লাশির সময় দুটি ব্যাগ খোলা হতেই পুলিশ কাঁড়ি কাঁড়ি টাকা দেখতে পায়। সব মিলিয়ে উদ্ধার হয়েছে মোট ৭২ লক্ষ টাকা। 

উদ্ধার হওয়া টাকার বৈধ কোনো নথি দেখাতে না পারাতে পুলিশ বাসের দুই চালক, খালাসি এবং এক যাত্রীকে প্রথমে আটক করে। পরে চারজনকেই পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা,কৃষ্ণ দাস,বাবলু দাস এবং নবীন কুমার সিং। ধৃতরা  বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। এদের মধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক, কৃষ্ণ দাস খালাসি এবং শম্ভুনাথ বার্মা যাত্রী বলে জানা গেছে।

Advertisment

বছর ঘরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বিহারেও একেবারে দোরগোড়ায় বিধানসভা ভোটে। এমন এক সময়ে বিহার থেকে বাংলায় আসা যাত্রীবাহী বাস থেকে এত বিপুল পরিমান টাকা উদ্ধারের ঘটনা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। কার টাকা? কোথায় ,কি উদ্দেশ্যে,ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ? সেই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ। তবে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সাফল্য নিয়ে জেলা পুলিশের কর্তারা কেন স্পিকটি নট,সেই নিয়ে বিজেপি শিবির এখন চর্চায় মেতেছে। 

আরও পড়ুন- কীভাবে বীরভূমে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ছয় শ্রমিকের? চাঞ্চল্যকর তথ্যে বুক কেঁপে উঠবে

Memari news of west bengal