Advertisment

পর্যটকদের স্বার্থে বাংলায় অভূতপূর্ব উদ্যোগ! নগদ টাকা ছাড়াই বেড়ানোর দুরন্ত ব্যবস্থা চালু

বনদফতরের দারুণ এই তৎপরতায় বেশ খুশি পর্যটকরা। নতুন এই ব্যবস্থা চালুর জেরে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলার জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে যাওয়া পর্যটকরা দারুণ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ক্রমেই এই বন্দোবস্ত ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে পারে বলে আশাবাদী অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cashless service launched at Rajabhat Khawa

পর্যটকদের স্বার্থে দারুণ উদ্যোগ!

পর্যটকদের জন্য দারুণ সুবিধা করে দিল বনদফতর। বাংলার অত্যন্ত জনপ্রিয় এই প্রান্তে এবার পর্যটকদের সুবিধার্থে চালু হয়ে গেল ক্যাশলেস পরিষেবা। অর্থাৎ পকেটে নগদ টাকা না থাকলেও আর চিন্তা নেই। অনলাইন পদ্ধতিতে কিংবা কার্ডের মাধ্যমে মেটান টাকা।

Advertisment

উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বরাবরই বাঙালির বেড়ানোর তালিকায় প্রথম পছন্দের। আলিপুরদুয়ারে বেড়াতে এলে প্রায় প্রতিটি পর্যটক যান রাজাভাতখাওয়ায়। এই এলাকা দিয়ে বক্সা, জয়ন্তী-সহ উত্তরবঙ্গের নানা নজরকাড়া সব পর্যটনকেন্দ্রে যাওয়া যায়। এছাড়াও রাজাভাতখাওয়াতেই রয়েছে জঙ্গলেঘেরা প্রকৃতিবীক্ষণ কেন্দ্র। আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা মাঝেমধ্যেই এখানে এসে ভিড় জমান। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের দল এখানে আসে।

এবার রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্রের টিকিট কাউন্টারে মিলছে ক্যাশলেস পরিষেবা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই প্রক্রিয়াটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গ্রহণযোগ্যতা বাড়লে পাকাপাকিভাবে এটি কার্যকর করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- Air Conditioners: AC নিয়ে এখনই সতর্ক হোন! বিধ্বংসী বিপদ এড়াতে এই কাজটি আজই করুন

তবে বনদফতরের এই দুরন্ত তৎপরতায় দারুণ খুশি পর্যটকরা। সঙ্গে বেশি টাকা নিয়ে বেড়াতে যেতে অনেকেই ভয় পান। চুরি বা ছিনতাইয়ের আশঙ্কায় ভোগেন অনেকে। তবে এবার রাজাভাতখাওয়ায় এই তৎপরতা চালু হওয়ায় পর্যটকদের সেই উদ্বেগ খানিকটা হলেও কমবে।

আরও পড়ুন- How to reduce AC Bill: রাতে ৮, দুপুরে ৫ ঘণ্টা AC চালান, এই কাজটি করলেই অবিশ্বাস্যভাবে কমবে বিদ্যুৎ বিল

north bengal Tourist Cashless Service Rajabhat Khawa
Advertisment