Advertisment

অবিস্মরণীয় কীর্তির অনন্য মাইলস্টোন! সর্বভারতীয়স্তরের দৌড়ে সাফল্যের শিখরে বাংলার ছাত্র

বছর কুড়ির তরুণের নজরকাড়া এই কীর্তি ঘিরে জোর চর্চা।

author-image
IE Bangla Web Desk
New Update
CAT 2023 Topper Kolkata boy scores 99.99 percentile

আবারও সর্বভারতীয়স্তরের পরীক্ষায় বিরাট সাফল্য বাংলার তরুণের।

CAT 2023 পরীক্ষায় বাজিমাত কলকাতার তরুণের। বিরাট সাফল্যে নজিরবিহীন কীর্তি গড়লেন কলকাতার এই ছাত্র। প্রায় ১০০ শতাংশ নম্বরই ঝুলিতে পুরে ক্যাট পরীক্ষায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় চড়িয়েছেন। বছর কুড়ির রচিত ধনানিয়া এবারের CAT 2023-পরীক্ষায় ৯৯.৯৯ শতাংশ নম্বর পেয়েছেন। গত ২১ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। অর্থনীতির ছাত্র, রচিত উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন।

Advertisment

কিশোর বয়স থেকেই কলকাতার এই ছেলেটি নিজের মতো করে কিছু শুরু করতে চেয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে রচিত বলেছেন, “এমবিএ আমাকে উৎসাহ জুগিয়েছিল। আমি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্নকে সত্যি করার জন্য আইআইএম হল আদর্শ জায়গা।”

রচিত কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে বিএ (অনার্স) অর্থনীতির ফাইনাল ইয়ারের ছাত্র। CAT 2023 ছিল তার প্রথম প্রচেষ্টা। “আমার স্বপ্নের কলেজ আইআইএম আহমেদাবাদ। কারণ ওখানে দুর্দান্ত ফ্যাকাল্টি রয়েছেন। ভালো ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের সুযোগ এবং আরও ভালো ক্যাম্পাস এবং পরিবেশ রয়েছে। তবে আমি যদি শীর্ষ তিনটি আইআইএম-এর মধ্যে নাও যাই, তবুও ২১টি আইআইএম-এর যে কোনও একটিতে সুযোগ পেলেও খুশি হব।”

তাঁর খুড়তুতো ভাই, যিনি বর্তমানে আইআইএম ইন্দোরে পড়াশোনা করেন তিনিই রচিতকে ক্যাটের জন্য অনুপ্রাণিত করেছিলেন। রচিত বলেন, “আমি এবং আমার বাবা-মা ম্যানেজমেন্টের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কিন্তু আমার বোন আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। ও আমার জন্য একটি পথপ্রদর্শক শক্তিও ছিল।”

publive-image

এই কৃতী পড়ুয়া মনে করেন যে তাঁর কাজ এখন মাত্র অর্ধেক হয়েছে। তাঁর কথায়, “পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আমি খুশি। কিন্তু IIM-এর যেকোনও আসন পেতে আমার এখনও আরও রাউন্ড ক্লিয়ার করতে হবে। আমি ইতিমধ্যে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন রাউন্ডের জন্য ফোকাস করা শুরু করেছি। আমি গ্রুপ ডিসকাশন রাউন্ডের জন্য আমার কথা বলার দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি।”

প্রথম প্রচেষ্টায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একজন হিসেবে রাচিত বিশ্বাস করেন যে প্রক্রিয়াটির ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য বিরতি নেওয়া জরুরি। যাতে আপনি শান্ত থাকতে পারেন। যোগ্যতা পরীক্ষায় একটি শান্ত আচরণ করা গুরুত্বপূর্ণ বিষয়। এটি তখনই অর্জন করা যেতে পারে যখন আপনি প্রয়োজন অনুযায়ী বিরতি নেন। আপনার মন এবং শরীরকে শিথিল করতে দেন।”

আরও পড়ুন- নবাবের নাছোড় প্রেমেই বাংলার এপ্রান্তে এই সবজির চাষ শুরু, ইর্ষায় জ্বলতেন বেগমরাও!

রচিত এটাও জানিয়েছেন যে তিনি যখনই সুযোগ পান তখনই সাময়িক বিরতি নেন। ক্যাট এবং তাঁর ব্যাচেলর পরীক্ষার প্রস্তুতির সময় নিজের মনকে শান্ত রাখতে ওই বিরতি তাঁকে সাহায্য করেছে। অবসর সময়ে রচিত ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টনের মতো খেলা দেখতে পছন্দ করে।

আরও পড়ুন- Premium: আদি থেকে আধুনিক, কলকাতার ‘ক্যামেরাম্যান’-এর জিম্মায় এক স্বর্ণালী ‘ইতিহাস’

রচিত মনে করেন, পড়াশোনার গোটা প্রক্রিয়াটি উপভোগ করার চেষ্টা করা উচিত। পড়ুয়ারা যদি প্রবেশিকা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি উপভোগ করতে চায় তবে তাদের ক্যাটে চেষ্টা করা উচিত, এমনই দাবি রচিতের। তিনি এপ্রসঙ্গে বলেন, "আমি CAT-এর জন্য পড়াশোনা করতে পছন্দ করতাম কারণ আমি অঙ্কটা উপভোগ করি। যাতে পরিমাণগত ক্ষমতা আমার জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। আমি পড়তেও পছন্দ করি, তাই ভার্বাল এবং রিডিং কম্প্রিহেনশনও আমার জন্য একটি মজার বিভাগ হয়ে উঠেছে।”

West Bengal Cat education Degree
Advertisment