Advertisment

Post Poll Violence: বাড়িতে কেন দলের পতাকা, বিজেপি নেতার পরিবারকে বেধড়ক মারধর, ভাইরাল CCTV ফুটেজ

Post Poll Violence caught on camera: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিজেপি নেতা এবং তাঁর পরিবারের উপর হামলা। বিজেপির উত্তর কলকাতা শহরতলির ওবিসি মোর্চার নেতার পরিবারকে আক্রমণ এবং মারধরের ঘটনা ক্যামেরাবন্দি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বিধাননগর পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Post Poll Violence caught on camera: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিজেপি নেতা এবং তাঁর পরিবারের উপর হামলা।

Post Poll Violence caught on camera: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিজেপি নেতা এবং তাঁর পরিবারের উপর হামলা। বিজেপির উত্তর কলকাতা শহরতলির ওবিসি মোর্চার নেতার পরিবারকে আক্রমণ এবং মারধরের ঘটনা ক্যামেরাবন্দি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বিধাননগর পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের।

Advertisment

অভিযোগ,উত্তর কলকাতা শহরতলি ওবিসি মোর্চার সভাপতি দেবনাথ সিংয়ের বাড়িতে রবিবার সকালে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যায়। তাঁর বাড়িতে কেন বিজেপির পতাকা লাগানো আছে তা অবিলম্বে খুলে ফেলে দিতে হবে এই নিয়ে নেতার সঙ্গে বচসা শুরু হয়। এরপর বিজেপি নেতার পরিবারের লোকজনকে আক্রমণ এবং মারধর শুরু করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ।

বিজেপি নেতার স্ত্রী, ছেলে ও বউমা-সহ পরিবারের সকলকেই মারধর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন দেবনাথ সিং। পুরো ঘটনা রেকর্ড হয়ে যায় তাঁর বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরায়। যেটা ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউটাউন কৃষ্ণপুর চন্ডীবেরিয়া এলাকায়।

ইতিমধ্যে নির্বাচনী পরবর্তী হিংসা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চার সদস্যের কমিটি গঠন করেছে। তাঁরাও সোমবার রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসার বিষয় জেনে রিপোর্ট দিতে। অপরদিকে রবিবারই বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আক্রান্তদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তার আগে ঘটে গেল এই ঘটনা।

আরও পড়ুন Suvendu Adhikari: আক্রান্তদের নিয়ে রাজ্যপালের দুয়ারে শুভেন্দু, হিংসা ঠেকাতে জানালেন বিশেষ আর্জি

tmc bjp West Bengal Post Poll Violence in Bengal CCTV Footage
Advertisment