বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সিবিআইয়ের ভূমিকা নিয়েই বিরাট প্রশ্ন উঠেছে। লালনের স্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই আবহে এবার কলকাতায় সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার অন্যতম এই শীর্ষ কর্তা। কলকাতায় সিবিআই আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অজয় ভাটনগর।
সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডে কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। হেফাজতে থাকাকালীন কীভাবে লালনের মৃত্যু হল? তা নিয়েই উঠেছে প্রশ্ন। সিবিআইয়ের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন। তবে কেন্দ্রীয় সংস্থার এই দাবি মানতে নারাজ লালনের পরিবার। রাজ্যের শাসকদল তৃণমূলও লালন শেখের মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ওও লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সিবিআইকেই কাঠগড়ায় তুলেছেন।
আরও পড়ুন- CBI জিম্মায় লালন-মৃত্যু, ফুঁসছে তৃণমূল, ‘মোক্ষম’ পদক্ষেপ করছেন মমতা
মোটের উপর হেফাজতে লালনের মৃত্যু ঘিরে বেশ বেকায়দায় সিবিআই। লালন-মৃত্যুর প্রতিবাদে আজ দিনভর বোলপুরে সংস্থার অস্থায়ী ক্যাম্পের বাইরে চলে দফায়-দফায় বিক্ষোভ-অশান্তি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে ক্ষোভের আঁচ আছড়ে পড়ে কলকাতাতেও। মানবাধিকার সংগঠন এপিডিআর কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসের সামনের রাস্তায় বিক্ষোভ দেখায়। এক কথায় বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে সিবিআই বেশ প্যাঁচে পড়েছে।
ঠিক এই আবহেই মঙ্গলবার কলকাতায় সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। কলকাতায় পৌঁছেই এদিন সটান সিজিও কমপ্লেক্সের দফতরে ঢুকে যান তিনি। জানা গিয়েছে, লালন শেখের মৃত্যু নিয়ে সংস্থার কলকাতার আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে তাঁর। লালনের মৃত্যুতে গাফিলতি রয়েছে কিনা, সেব্যাপারেও আধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিচ্ছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই বগটুই-কাণ্ডের তদন্তকারী অফিসারদের থেকে লালন-মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়েছে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
আরও পড়ুন- ‘বাংলায় ক্ষমতার অপব্যবহার, যা খুশি তাই করছে BJP’, শিলঙে সোচ্চার মমতা
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বগটুই কাণ্ডের তদন্তকারী অফিসারদের সঙ্গেও বৈঠক করবেন সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। অফিসারদের সঙ্গে বিশদে আলোচনার পরেই লালন-মৃত্যু নিয়ে রিপোর্ট তৈরি করবেন ভাটনগর। পরে দিল্লি ফিরে সেই রিপোর্টই তিনি জমা দেবেন সিবিআই অধিকর্তাকে।