Advertisment

RG Kar Case: 'অপরাধের জায়গা আগের মতো নেই', CBI তদন্তে সমস্যার কথা জানাতেই বিস্মিত সুপ্রিম কোর্ট!

RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে বিরাট অস্বস্তির মুখে রাজ্য সরকার। ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে এই ঘটনায় শীর্ষ আদলাতের আতসকাচের নিচে টালা থানার ভূমিকাও। গুরুতর এই অপরাধের ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে খোদ সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI allegation of changing place of crime in RG Kar case in Supreme Court, আরজি কর, সিবিআই, সুপ্রিম কোর্ট

RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ সিবিআইয়ের।

RG Kar Case-Supreme Court: আরজি কর কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে বড়সড় অস্বস্তির মুখে রাজ্য সরকার। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে তাদের পদে পদে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে এদিন শীর্ষ আদালতে জানিয়েছেন CBI-এর আইনজীবী। 'অপরাধের জায়গা আগের মতো নেই, তদন্তে অসুবিধা হচ্ছে'। শুনানিতে জানাতেই বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। এমনকী গুরুতর এই অপরাধের ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটেরও আশঙ্কা শীর্ষ আদালতের।

Advertisment

এদিন রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, "তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণের লোপাটের আশঙ্কা।" CBI আইনজীবী বলেন, "তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই। ধর্ষণ-খুনের ৫ দিন পর সিবিআই তদন্তে আসে। ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে। সিবিআই জানতই না যে অভিযুক্তের মেডিকেল পরীক্ষা হয়েছে।" শুনানিতে এমনই নালিশ সলিসিটর জেনারেলের।

পাল্টা এদিন রাজ্যের তরফে সওয়ালে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বলেন, "কিছুই পরিবর্তন করা হয়নি। সবেরই ভিডিওগ্রাফি হয়েছে।" এদিন এই ঘটনায় টালা থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। "সন্ধ্যা ৬:৩০ থেকে সাড়ে সাতটা পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে। তাহলে রাত সাড়ে ১১ টার সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন রুজু করল পুলিশ? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত হয়ে গেল?" রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সেই সঙ্গে আরজি কর হাসপাতালের সহকারি সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের 'হুমকি', 'নাম বলুন, ব্যবস্থা নেব', বললেন সলিসিটর জেনারেল

একইসঙ্গে কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ-খুনের অভিযোগ প্রথম নথিভুক্ত করেন তাঁকে পরের শুনানিতে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মনে করে ওই অফিসারের কাছ থেকেই অপরাধ নথিভুক্ত করার আসল সময় জানা যাবে। এছাড়াও আরজি করের ঘটনা সম্পর্কে রাজ্যের দেওয়ার টাইমলাইন নিয়ে বারবার প্রশ্ন সুপ্রিম কোর্টের। রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল যে সাফাই দিচ্ছেন তা গ্রহণযোগ্য নয় বলেও এদিন জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

আরও পড়ুন- RG Kar Incident Kolkata: লাগাতার ৬ দিন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে, একইসঙ্গে সিবিআইয়ের জেরার মুখে ৫ জুনিয়র চিকিৎসক

RG Kar Medical College supreme court cbi
Advertisment