CBI arrests panchayat pradhan: সন্দেশখালির ঘটনায় পঞ্চায়েত প্রধান ও আরও দু'জনকে গ্রেফতার করল সিবিআই। ইতিমধ্যে অশান্তি ঠেকাতে সন্দেশখালির তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৫ জানুয়ারি, সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার তদন্তের দায়িত্ব গত সপ্তাহেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর, তার পরই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল পঞ্চায়েত প্রধান ও আরও দু'জনকে।
জেলা প্রশাসন সূত্রে খবর, সন্দেশখালির তিনটি জায়গায় বুধবার পর্যন্ত তিন দিনের জন্য ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১৪৪-এর অধীনে জেলা প্রশাসন নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে।
যে তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, তার মধ্যে সরবেরিয়ার পাশাপাশি ধামাখালি এলাকাও রয়েছে। সিবিআই সূত্রে খবর, সোমবার ধৃত সরবেরিয়া আগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা ও আরও দু'জন সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী।
এই পরিস্থিতিতে আবার সোমবার বিকেলে সিপিএম সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রে জনসভা ডেকেছিল। শেষ পর্যন্ত যে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, সভা তার বাইরের এলাকায় আয়োজিত হয়। সভার আগে সন্দেশখালিতে সিপিএমের এক নেতা বলেন, 'ধামাখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে তো শুনিনি। আমি এই ব্যাপারে নজর দেব। পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। কোনও লিখিত অনুমতি দেওয়া হয়নি। একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ তাতে আপত্তি করেনি।'
গত ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। রাজ্যে খাদ্য ও গণবণ্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঘনিষ্ঠ বলেই শেখ শাহজাহান পরিচিত। তাঁর বিরুদ্ধেও খাদ্য ও গণবন্টন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইডির অভিযানের সময় আধিকারিকদের বিরুদ্ধে হামলা চালায় বেশ কয়েকজন। সেই ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। এই মামলায় শেখ শাহজাহানকেও ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- ‘ছোড়নেওয়ালা’ নয় CBI, শাহজাহান ঘনিষ্ঠদের ‘চুন- চুন’কে তলব! আজ কে এলেন জানেন?
তার মধ্যেই ৫ জানুয়ারির হামলার ঘটনায় শাহজাহানের মোবাইল ফোনের কললিস্ট এবং টাওয়ার লোকেশন দেখে বেশ কয়েকজন অনুগামীকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাদেরই একে একে ডেকে পাঠাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাঁদেরই একজন এই পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন। ডেকে পাঠানোর পর, শাহজাহানের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন।