scorecardresearch

বড় খবর

বিশ্রামের ফাঁকে ফাঁকেই জেরা CBI-এর, মেয়ের জন্য মন খারাপ অনুব্রতর

সিবিআই হেফাজতে দফায়-দফায় জেরা চলছে অনুব্রত মণ্ডলকে।

বিশ্রামের ফাঁকে ফাঁকেই জেরা CBI-এর, মেয়ের জন্য মন খারাপ অনুব্রতর
অনুব্রত মণ্ডল।

সিবিআই হেফাজতে দফায়-দফায় জেরা চলছে অনুব্রত মণ্ডলকে। তবে সূত্রের খবর, বারবার অসুস্থতার কথা জানিয়ে অধিকাংশ সময়েই চুপ করে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। যদিও সিবিআই অফিসারদের বারবার নিজের মেয়র কথা বলছেন। মেয়ের জন্য মন খারাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতির।

স্ত্রীর মৃত্যুর পর মেয়ে সুকন্যাকেই নিয়েই দিন কাটত অনুব্রতর। তবে সিবিআইয়ের গ্রেফতারিতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নিজে রয়েছেন সুদূর কলকাতার নিজাম প্যালেসের ঘরে। মেয়ে সুকন্যা বহু দূরে বোলপুরের বাড়িতে রয়েছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে একাধিকবার মেয়ের কথা বলেছেন অনুব্রত মণ্ডল। মেয়ের জন্য বড্ড মন খারাপ বাবার। সিবিআই তাঁকে বোলপুরের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর দু’বার মেয়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে।

শারীরিক একাধিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। জেরার সময় সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে তদন্তকারীদের। সূত্র মারফত জানা গিয়েছে, একটানা জেরা করা হচ্ছে না অনুব্রতকে। বিশ্রামের ফাঁকে ফাঁকেই চলছে জেরা। তবে তাতেও নাকি বিশেষ সহযোগিতা করছেন না কেষ্ট। বহু প্রশ্নের উত্তর হয় এড়িয়ে যাচ্ছেন, নয় তো শারীরিক অসুস্থতার কথা জানিয়ে চুপ করে রয়েছেন।

আরও পড়ুন: বাইক থামিয়ে ঘিরে ধরে হামলা, তৃণমূলকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি

গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে সিবিআইয়ের হাতে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। অনুব্রতকে আদালতে দোষী প্রমাণ করতেও সেই সাক্ষ্য-প্রমাণ যথেষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা। তবে অনুব্রতর নিজের মুখ থেকে তাঁর কৃতকর্মের কথাই শুনতে চাইছেন গোয়েন্দারা। যদিও এখনও পর্যন্ত তাঁর আয়ের উৎস, সম্পত্তির হিসেব নিজে থেকে সিবিআইকে বলতে চাননি অনুব্রত।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cbi cow smuggling case anubrata mandal interogation updates480844