Advertisment

আরও বিপাকে জীবনকৃষ্ণ! তৃণমূল বিধায়কের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল CBI

কেন্দ্রীয় এজেন্সির নজরে বিধায়ক এবং তাঁর স্ত্রী টগরী সাহার বিপুল সম্পত্তি

author-image
IE Bangla Web Desk
New Update
CBI fridged 8 bank accounts of TMC MLA Jiban Krishna Saha

নিয়োগ দুর্নীতি মামলা আরও বিপাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

নিয়োগ দুর্নীতি মামলা আরও বিপাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ককে সোমবারই গ্রেফতার করেছে সিবিআই। এবার তাঁর ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে পাঁচটি বেসরকারি এবং বাকি তিনটি সরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

Advertisment

সিবিআই সূত্রে খবর, ৫টি বেসরকারির মধ্যে ৪টি অ্যাকাউন্ট মুর্শিদাবাদ এবং একটি বীরভূমের সাঁইথিয়া ব্রাঞ্চের। ব্যাঙ্কগুলিতে চিঠি পাঠিয়ে লেনদেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির নজরে বিধায়ক এবং তাঁর স্ত্রী টগরী সাহার বিপুল সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। আদালত তাঁকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।

মোট ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল সিবিআই। তার মধ্যে বেশ কয়েকটি স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, চারটি স্ত্রীর নামে রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বীরভূমের সাঁইথিয়ার একটি বেসরকারি ব্যাঙ্কে ছিল। সিবিআইয়ের অনুমান, নিয়োদ দুর্নীতি ছাড়াও কয়লা-গরু পাচারে যুক্ত ছিলেন তৃণমূল বিধায়ক। অর্থাৎ জেলবন্দি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগসূত্র রয়েছে জীবনের।

আরও পড়ুন ভাঙড়ে ফাঁকা জমিতে কীসের নথি পুড়ছিল, তদন্তের পর জানাল সিবিআই, আরও বাড়ল রহস্য

এদিকে, ৬৫ ঘণ্টার ম্যারাথন জেরা, তারপর সোমবার ভোরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ছেলের গ্রেফতারের খবর পৌঁছেছে বীরভূমের সাঁইথিয়ার বাড়িতে। এরপরই সেখানে যেন ‘হাঁফ ছেড়ে বাঁচা’র অবস্থা। ছেলের গ্রেফতারিতে কার্যত স্বস্তিতে তৃণমূল বিধায়কের বৃদ্ধ বাবা বিশ্বনাথ সাহা সহ পরিবারের অন্যান্যরা।

tmc cbi West Bengal Jibankrishna Saha
Advertisment