Advertisment

সিবিআই নজরে ২০১৪-র টেট উত্তীর্ণ শিক্ষকরা, তথ্য তলব, নিয়োগ দুর্নীতির তদন্তে বড় মোড়!

সিবিআইয়ে-র দাবি ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের ভিত্তিতে নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে এই তথ্য তলব করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi raids in many municipalities and govt depart for municipal recruitment scam case , পুর নিয়োগ দুর্নীতি মামলা: সাঁড়াশি অভিযানে সিবিআই, একাধিক পুরসভা সহ ১৪ জায়গায় হানা

দুর্নীতির তদন্তে সক্রিয় সিবিআই।

২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্পর্কে সমস্ত তথ্য তলব করল সিবিআই। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সিবিআইয়ের তরফ একটি নোটিস পাঠানো হয়। সেখানে উল্লেখ, ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সিরিয়াল নম্বর-সহ নাম, জন্মের শংসাপত্র, পিতার নাম, বর্তমান ঠিকানা, কোন স্কুলে তাঁরা কাজ করছেন এবং তাঁদের মোবাইল নম্বর অতি দ্রুত সিবিআই-কে জানাতে হবে। সঙ্গে ওই শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তির প্রতিলিপিও সিবিআইকে দিতে হবে।

Advertisment

সিবিআইয়ে-র দাবি ২০২২ সালের ৮ জুন কলকাতা হাইকোর্টের একটি নির্দেশের ভিত্তিতে নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে এই তথ্য তলব করা হয়েছে।

মঙ্গলবার সিবিআইয়ের পক্ষ থেকে নোটিস পাওয়ার পরই তৎপরতা শুরু হয়েছে প্রথামিক শিক্ষা পর্ষদের দফতরে। কেন্দ্রীয় এজেন্সির নোটিসলের প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। মূলত জেলা প্রাথমিক স্কুল শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। পজেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানদের ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের সমন্ধে সব তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে।

Primary Teacher Recruitment Primary TET West Bengal cbi
Advertisment