Advertisment

Sandeshkhali-CBI: ভোটের আবহে সন্দেশখালি নিয়ে তুমুল তৎপরতা CBI-এর! কেন্দ্রীয় সংস্থার কঠিন পদক্ষেপ চর্চায়

Sandeshkhali: আগামিকাল দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাতেও দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে সন্দেশখালি কাণ্ডে বিরাট তৎপরতা সিবিআইয়ের। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনার তদন্তে ফের একবার দ্বীপাঞ্চলে গিয়ে তদন্তের কাজ সেরে এসেছেন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। এবার দ্বীপাঞ্চলের অভিযোগ নিয়ে কঠিন পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI has filed a complaint of torture against women on the Sandeshkhali incident

Sandeshkhali-CBI: সন্দেশখালির ঘটনায় কড়া পদক্ষেপ সিবিআইয়ের।

Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে এবার অভিযোগ দায়ের CBI-এর। সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার তদন্তে সিবিআইকে SIT তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে সন্দেশখালিতে নারী নির্যাতন ও অন্যান্য অভিযোগ নিতে একটি ইমেল আইডি (Email ID) তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই ইমেল আইডিতে ভুরি-ভুরি অভিযোগ জমা পড়েছে। সেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার সন্দেশখালির ঘটনায় অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্ত সংস্থাও।

Advertisment

সন্দেশখালিতে এবার নারী নির্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের। এর আগে সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়। তারপর CID-র হাত ঘুরে শাহজাহানকে হেফাজতে নেয় CBI। তারপর ED-ও তাকে গ্রেফতার করে। বর্তমানে জেলে দিন কাটছে একদা সন্দেশখালির 'বাঘ' শাহজাহানের। অন্যদিকে, শিবপ্রসাদ হাজরা, উত্তম সরদার-সহ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- AC Machine: মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস, এবার স্বস্তির AC-তেও তুমুল সংকট! কারণ জানলে চমকে যাবেন!

আগে শাহজাহান অনুগামী শিবু ওরফে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। আদলতে এক নির্যাতিতার গোপন জবানবন্দি অনুযায়ী দায়ের করা হয় সেই অভিযোগ। এবার সন্দেশখালির ঘটনায় নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল CBI। সন্দেশখালির ঘটনায় হাইকোর্টের সিবিআইকে তৎপর হতে নির্দেশ দিয়েছিল। সন্দেশখালি নিয়ে একটি পৃথক ইমেল আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই-কে। সেই ইমেলে মহিলারা পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন- BJP Leader Detained: দ্বিতীয় দফার ভোটের আগে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা! আটক BJP নেতা

এছাড়াও জমি দখল ও অন্য অভিযোগ নিয়েও ওই ইমেল আইডি-তে অভিযোগ জমা পড়েছে। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে ওই ইমেল আইডি তৈরির পর সেখানে ভুরি ভুরি অভিযোগ এসেছে সন্দেশখালি থেকে। সেই সব অভিযোগের তদন্তে ইতিমধ্যেই সন্দেশখালিতে গিয়েছেন CBI-এর তদন্তকারীরা। সূত্রের খবর, ইমেলে আসা সেই সব অভিযোগের ভিত্তিতেই এবার সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

আরও পড়ুন- Kalyan VS Kanchan: কাঞ্চনকে দেখেই রে-রে করলেন গ্রামের মহিলারা! সাবধানী কল্যাণ, প্রচার থেকে হটালেন উত্তরপাড়ার বিধায়ককে

cbi highcourt Sandeshkhali sheikh shahjahan tmc
Advertisment