আবারও আদালতের ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের। এই মামলায় আদালতের নির্দেশে কর্ণপাত করেনি তদন্তকারী সংস্থা, একথা বলে কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা আলিপুর আদালতের বিচারকের।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক। তবে আদালতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে অভিযোগে জানানো হয় এই মামলায় কুন্তলকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনও তৎপরতা দেখাচ্ছে না সিবিআই।
আরও পড়ুন- যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি, দুরন্ত কায়দায় পুলিশের জালে রানা রায়
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অভিযোগ ছিল, তাঁকে জোর করে দলের নেতাদের নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই কলকাতার হেস্টিংস থানা ও আলিপুর আদালতে কুন্তল ঘোষের অভিযোগপত্র জমা পড়ে। হেস্টিংস থানায় কুন্তলের যে অভিযোগপত্রটি জমা পড়েছিল সেটি আদালতে জমার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।