Advertisment

Kalighater Kaku: তৃতীয় দফার ভোটের আগেই বিরাট কিছু ঘটতে যাচ্ছে? হঠাৎ 'কালীঘাটের কাকু'কে CBI জেরা

CBI-Sujay Krishna Bhadra: শনিবার সকালে আচমকা প্রেসিডেন্সি জেলে গিয়ে হাজির হন কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর বেশ কয়েকজন অফিসার। নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা তদন্তকারীদের। তবে সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও এদিন আরও দু'জনকে জেরা গোয়েন্দাদের ।নিরাচনের আবহে হঠাৎ এই জেরা ঘিরেই চর্চা তুঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cbi interogates kalighater kaku sujay krishnda bhadra ayan sil shantanu banerjee

Kalighater Kaku: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

Sujay Krishna Bhadra: এবার কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা CBI-এর। শনিবার সকালে হঠাৎ CBI-এর বেশ কয়েকজন অফিসার প্রেসিডেন্সি জেলে গিয়ে হাজির হন। ঠিক কী কারণে ভোটের আবহে এই জেরা? তা নিয়েই জল্পনার পারদ চড়েছে।

Advertisment

দিন কয়েক আগেই ED 'কালীঘাটের কাকু'কে নিয়ে হাইকোর্টে (High Court) একটি রিপোর্ট জমা দিয়েছিল। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা যাচাই করেছিল কেন্দ্রীয় সংস্থা। আদালতে রিপোর্ট জমা দিয়ে ইডি দাবি করেছে, তাঁদের সন্দেহই ঠিক। তবে সূত্রের খবর, এদিন কালীঘাটের কাকুকে CBI জেরা করেছে অন্য একটি তথ্যের ভিত্তিতে।

সম্প্রতি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠকে CBI জেরা করেছিল। সেই জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল। এমনকী নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল (Ayan Sil), পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ এই ব্যক্তিকেই বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন বলে CBI সূত্রের দাবি। তারই ভিত্তিতে এবার কালীঘাটের কাকুকে জেরা করেছে CBI।

আরও পড়ুন- Kolkata Weather Today: ভাবতেই পারবেন না! তাপপ্রবাহের আরও আগুনে মেজাজে ‘সেদ্ধ’ হবে বাংলা! স্বস্তির বৃষ্টি কবে?

আরও পড়ুন- Kunal Ghosh-Dev: ‘ইমেজ ভালো রাখতে চৈতণ্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়ানো’, দেবের মিঠুন-ভক্তিতে ফুঁসছেন কুণাল!

তবে CBI সূত্রে জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি অয়ন শীল ও তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও জেরা করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

cbi ED WB SSC Scam kalighater kaku Sujaykrishna Bhadra
Advertisment