রামপুরহাটের বগটুই গণহত্যার তদন্তের প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট আজই জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। তার আগে নৃশংস এই হত্যাকাণ্ডে এখনও ধৃত মোট ২০ জনের মধ্যে আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআইয়ের। রামপুরহাট আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আবেদনের শুনানি হবে আগামী ৮ এপ্রিল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ২০ জন। ধৃতদের দফায়-দফায় জেরা করছেন গোয়েন্দারা। তবে ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। সেই কারণেই তাঁদের পলিগ্রাফ টেস্ট করানোর ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছে সিবিআই। রামপুরহাট আদালতে এব্যাপারে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে গত ২১ মার্চ রাতে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খুনের পরপরই রোষের আগুন জ্বলে ওঠে। বগটুই গ্রামে পরপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। প্রথমে রাজ্য পুলিশের সিট ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মতো কেন্দ্রীয় সংস্থা ঘটনার তদন্ত চালাচ্ছে। আজ বৃহস্পতিবার এই তদন্তের প্রাথমিক একটি স্ট্যাসাস রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে সিবিআইকে।
আরও পড়ুন- জুজু পুলিশ, পুরুষ শূন্য গলসির সন্তোষপুর, হল না নিহতের পারালৌকিক ক্রিয়ার ক্ষৌরকর্ম
ডিআইজি সিবিআই অখিলেশ সিংয়ের নেতৃত্বে বগটুই কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। কেন্দ্রের এই গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা দফায়-দফায় বগটুই গ্রাম ও আশেপাশের একাধিক গ্রামেও গিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। এছাড়াও পুলিশ ও গ্রামবাসীদের অনেকের সঙ্গেও কথা হয়েছে তদন্তকারীদের।
তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘটনায় ধৃতদেরও দফায়-দফায় জেরা করেছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে যা যা তথ্য হাতে এসেছে, সেই সবই থাকবে স্ট্যাটাস রিপোর্টে। আজ কলকাতা হাইকোর্টে বগটুই কাণ্ডের প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।