scorecardresearch

রাজ্যে আরও এক দুর্নীতির তদন্তে সিবিআই! বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

তদন্ত করতে আদালতে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, তাতেই সম্মতি বিচারপতির।

division bench did'nt given stay on order of single bench in municipal recruitment corruption case
কলকাতা হাইকোর্ট।

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তভারও সিবিআই-কে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত এগোতেই গিয়ে কেন্দ্রীয় এজেন্সির হাতে বেশ কিছু নথি উঠে এসেছে। সেগুলো থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভাতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তারপরই তারা এই নিয়োগ মামলায় নতুন করে এফআইআর করে তদন্ত করতে চায় বলে আদালতে জানিয়েছিল। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল।

এদিনের শুনানিতে রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘শিক্ষক নিয়োগে যাঁরা যুক্ত রয়েছেন একই লোকজন এই দুর্নীতিতেও যুক্ত আছেন। এই বিষয় খতিয়ে দেখবে সিবিআই।’ কেন্দ্রীয় এজেন্সি যাতে তদন্ত করতে দিয়ে কোনও বাধার সম্মুখীন না হয় তাই তারা নতুন করে এফআইআর করতে পারবে। রাজ্যের ডিজি ও মুখ্যসচিব যেন সব দফতরকে তদন্তে সাহায্য করার নির্দেশ দেন তাও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি। পাশাপাশি সমস্ত থানার আইসিকে, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করে তারা। ইডি দাবি করে, অয়নের কাছ থেকে যেসব ওএমআর শিট পাওয়া গেছে তা পুরসভা নিয়োগ সংক্রান্ত। সেই থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি পুরসভা নিয়োগেও দুর্নীতি হয়েছে? ইডি সেই নিয়েই আলাদা করে তদন্ত করতে চায় বলে আদালতে জানায়।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cbi investigation in municipal recruitment scam