Advertisment

ভাদু-হত্যার তদন্ত নিয়ে CBI আইনজীবীদের মতবিরোধ, আদালতে জমা পড়ল বগটুইকাণ্ডের রিপোর্ট

বৃহস্পতিবার বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই। মুখবন্ধ খামেই ওই রিপোর্ট জমা দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
bhadu Sheikh murder case cbi probe order by calcutta High Court

ডানদিকে নিহত তৃণমূল নেতা ভাদু শেখ। বাঁদিকে ভাদু শেখের নিথর দেহ। ছবি: পার্থ পাল।

বৃহস্পতিবার বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই। মুখবন্ধ খামেই ওই রিপোর্ট জমা দেওয়া হয়। মামলার শুনানিতে ওঠে ভাদু শেখ হত্যার কিনারায় সিবিআই তদন্তের বিষয়টি। যা নিয়ে এজলাসেই ভিন্ন দাবি ধরা পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই আইনজীবীর মুখে। তবে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এ দিন রাজ্যের তরফে বলা হয়েছে যে, পুলিশ এই মামলার তদন্ত করছে, তাই সিবিআই-কে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। শেষে প্রধান বিচারপতি জানিয়েছেন, এদিনের জমা হওয়া রিপোর্ট খতিয়ে দেখার পরেই ভাধু শেখ খুনে তদন্ত নিয়ে মামলার রায় আপলোড করা হবে হবে।

Advertisment

ভাদু শেখ খুনের তদন্তভার সিবিআই করবে কী? ডিভিশন বেঞ্চের এই প্রশ্নেই ভিন্ন মত ধরা পড়েছে সিবিআইয়ের দুই আইনজীবীর কথায়।
আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানান যে, রামপুরহাটকাণ্ডের তদন্তভার নেওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে। এখন আবার নতুন মামলা কীভাবে নেওয়া সম্ভব? ওয়াই জে দস্তুরের দাবি, এতদিনে ভাদু শেখ খুনের সব তথ্য প্রমাণ প্রায় মুছে গিয়েছে। একেবারে আগেই কেন তদন্তের ভার দেওয়া হল না?

অন্যদিকে সিবিআইয়ের তরফে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে বলেন, 'বগটুই গণহত্যার তদন্তে সিবিআই দল রয়েছে। ইতিমধ্যে টাওয়ার ডাম্পিং পদ্ধতিকে কাজে লাগিয়ে তদন্ত চলছে। ফলে ভাদু শেখ খুনের তদন্ত হাতে নিতে কোনও আপত্তি নেই।'

পরে অবশ্য সিবিআইয়ের দুই আইনজীবী সহমত হন। আদালতে তাঁরা জানান যে, নির্দেশ দিলে ভাদু শেখ হ্যত্যার তদন্তভার নেবে সিবিআই।

cbi Calcutta High Court West Bengal Government Bhadu Sheikh Murder
Advertisment