বিশাল সম্পত্তির উৎস কী? কেষ্ট মুখ না খোলায় মেয়েকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

এবার অনুব্রত মণ্ডলের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

এবার অনুব্রত মণ্ডলের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Cbi may interogate anubrata mandal's daughter

অনুব্রত মণ্ডলের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

এবার অনুব্রত মণ্ডলের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের মেয়ে-সহ তাঁর আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআই সূত্রের। তারই জেরে এবার অনুব্রত মণ্ডলের কন্যাকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisment

বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে তাঁকে জেরা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই গরু পাচার মামলায় একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। নামে-বেনামে গরু পাচারের টাকায় সম্পত্তির পাহাড় গড়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি, এমনই দাবি সিবিআই সূত্রের। তবে অধিকাংশ সম্পত্তিই রয়েছে তাঁর ঘনিষ্ঠদের নামে।

অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। সায়গলকে জেরায় তাঁর বিশাল সম্পত্তির হদিশ মিলেছে। বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ, কলকাতাতেও সায়গলের সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারীদের দাবি, সায়গলের এই সম্পত্তি বৃদ্ধির পিছনে সরাসরি যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের। তদন্তে সিবিআইকে সায়গল সাহায্য করছেন বলেও সূত্রটি দাবি করেছে।

Advertisment

আরও পড়ুন- দিদি পাশে থাকার বার্তা দিতেই মুখে কুলুপ, ‘দায়’ ঝাড়ার চেষ্টা কেষ্টর

যদিও অনুব্রত নিজে অবশ্য এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। এমনকী তাঁর কন্যা, সায়গল এবং অন্যান্য আত্মীয়দের সম্পত্তি নিয়ে তাঁকে জেরা করা হলেও কিছুই বলতে চাইছেন না তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ের নামেও বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সম্পত্তি নিয়েও তৃণমূল নেতাকে জেরা করেন গোয়েন্দারা। তবে তিনি এব্যাপারেও কিছু বলতে রাজি না হওয়ায় এবার তাঁর কন্যাকেই জিজ্ঞাসাবাদের পরিকল্পনা তদন্তকারীদের। সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে যেতে পারেন সিবিআই অফিসাররা।

anubrata mondal cbi Cow Smuggling