CBI Raid: নিট কাণ্ডে নাম জড়াল কলকাতার, নিউটাউনের আবাসনে হানা সিবিআইয়ের

অমিত কুমার নিট প্রশ্ন পত্র ফাঁসে অন্যতম অভিযুক্ত বলেই দাবি সিবিআই আধিকারিকদের।

অমিত কুমার নিট প্রশ্ন পত্র ফাঁসে অন্যতম অভিযুক্ত বলেই দাবি সিবিআই আধিকারিকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata CBI raid

নিট কাণ্ডে কলকাতায় হানা সিবিআইয়ের

NEET SCAM: প্রশ্নপত্র ফাঁসে এবার নাম জড়াল কলকাতার। নিট কাণ্ডে কলকাতায় হানা সিবিআইয়ের। নিউটাউনের আবাসনে চলছে তল্লাশি। নিউটাউনের অ্যাকশন এরিয়ার আবাসনে চলছে সিবিআই তল্লাশি। জানা গিয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা অমিত কুমারে এই আবাসনের ২ তলায় একটি ফ্ল্যাট রয়েছে। আপাতত তালা ভেঙে বন্ধ ফ্ল্যাটে তল্লাশি চালালোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সিবিআই আধিকারিকরা। অমিত কুমার নিট প্রশ্ন পত্র ফাঁসে অন্যতম অভিযুক্ত বলেই দাবি সিবিআই আধিকারিকদের।

Advertisment

এবার নিট কান্ডে কলকাতার নাম জড়াল। এর আগে বিহার পুলিশের কনস্টেবেল নিয়োগে প্রশ্নপত্র ফাঁস মামলার উঠে এসেছে মধ্যমগ্রামের বাসিন্দা কৌশিক করের নাম। এবার নিট প্রশ্ন ফাঁসেও বাংলার নাম জড়িয়ে গেল। নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে মহারাষ্ট্র থেকে ধৃত দুই শিক্ষককে জেরা দিল্লি যোগের বিষয়ে জানতে পেরেছিল পুলিশ। শনিবার গঙ্গাধর গুন্ডে নামে সেই ব্যক্তিকে শনিবার দেরাদুন থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হাজারিবাগ থেকে একটি স্কুলের প্রিন্সিপ্যাল ও তাঁর ডেপুটির পাশাপাশি এক সাংবাদিককেও নিট কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে সিবিআই।

kolkata CBI raid
অমিত কুমারের আবাসন।
Advertisment

আরও পড়ুন : < Eastern Railway: যাত্রী স্বার্থে বাম্পার উদ্যোগে অভুতপুর্ব সাফল্য! রেলের দুরন্ত কীর্তির তুলকালাম প্রশংসা জোর চর্চায় >

উল্লেখ্য, নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত। সংসদেও উঠে আসে নিট প্রসঙ্গ। রাহুল গান্ধী এই ঘটনা প্রসঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। তিনি দাবি করেছেন দেশের তরুণ প্রজন্মের স্বার্থে নিট নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এদিকে নিট কাণ্ডে সিবিআইয়ের র‍্যাডারে উঠে এসেছে মুখিয়া গ্যাংয়ের ভুমিকা। নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

cbi NEET-UG