Advertisment

CBI Raid: ভোটের আবহেই আচমকা অভিযানে CBI, দুই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি

CBI: লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই চার দফার ভোট সম্পন্ন হয়েছে। এবার আরও তিন দফার নির্বাচন বাকি রয়েছে। তার আগে এবার রাজ্যে ফের CBI হানা। একযোগে দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI Summoned TMC Mla tapash saha in Job Scam case

CBI: প্রতীকী ছবি।

CBI Raid: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে আবারও রাজ্যে CBI অভিযান। এবার দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুই তৃণমূল নেতার বাড়িতে চলে দুরন্ত এই অভিযান।

Advertisment

২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নিহত হন মারিশদার ভাজাচাউলির বাসিন্দা চাঁদু ওরফে জন্মেঞ্জয় দোলাই। সেই মামলার তদন্তেই ভাজাচাউলির সিজুয়ায় অভিযানে CBI। এই মামলায় অভিযুক্ত হিসেবে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নাম থাকলেও আজ মূলত দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা দিয়েছে।

আরও পড়ুন- Eastern Railway: সব গণ্ডি তুলে দিল পূর্ব রেল! যাত্রী স্বার্থে যুগান্তকারী তৎপরতার ভূয়সী প্রশংসা

সিজুয়া গ্রামের তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি এবং দেবব্রত পণ্ডার বাড়িতে এদিন অভিযানে গিয়েছে সিবিআই। দুই তৃণমূল নেতার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এদিন খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- Cyclone: শিয়রেই ঘূর্ণিঝড়? আবারও লণ্ডভণ্ড বাংলা? উত্তরটা দিয়েই দিল মৌসম ভবন

উল্লেখ্য, গতকালই কাঁথিতে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির রোড শো ছিল। সেই রোড শোয়ের পরের দিনেই জেলায় অভিযানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এদিন এই অভিযান ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Purba Medinipur Post Poll Violence in Bengal cbi
Advertisment