Advertisment

CBI in Sandeshkhali: সন্দেশখালিতে NSG, সিবিআই তল্লাশিতে উদ্ধার ঘিরে তুলকালাম

Sandeshkhali: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু'টি দল।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI raid in Sandeshkhali , সন্দেশখালিতে সিবিআই হানা উদ্ধার আগ্নেয়াস্ত্র

CBI Raid: কী এমন উদ্ধার হল সন্দেশখালি থেকে?

CBI Raid In Sandeshkhali: শুক্রবার বেলা বাড়তেই সন্দেশখালিতে আবার হানা সিবিআই'য়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শেখ শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে প্রচুর অস্ত্র ও বোমা মজুত রয়েছে। সেই খবর মিলতেই অভিযানে নামে সিবিআই। তল্লাশিতে প্রচুর আগ্নেয়াস্ত্র মিলেছে বলে খবর। ওই বাড়ি ঘিরে রেখেছে এনএসজি কমান্ডোরা।

Advertisment

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়ি ঘেরা বাড়ি। সেখানে যাওয়ার একটিই সরু ইট পাতা রাস্তা রয়েছে। সেই রাস্তাই আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে।গোপন সূত্রে অস্ত্র-বোমা মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় বলে দাবি। তদন্তকারীদের অনুমান, বাড়িতে প্রয়োজনীয় নথিপত্রও মিলতে পারে। সিবিআই আধিকারিকেরা এখনও বাড়ির ভিতরেই রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Birbhum BJP Candidate: শেষপর্যন্ত বিজেপির আশঙ্কাই সত্যি হল, মনোনয়ন বাতিল বীরভূমের পদ্ম প্রার্থীর

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গত শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু'টি দল। একটি দল গিয়েছিল থানায়। অন্য দলটি গিয়েছিল সুন্দরীখালির দিকে। এ বার হানা শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে।

Sandeshkhali sheikh shahjahan tmc cbi seikh shahjahan
Advertisment