Advertisment

বিরাট তথ্য পেয়েছে CBI? পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর-সহ ও এক বিধায়কের বাড়িতে হানা

একাধিক দুর্নীতির তদন্তে ম্যারাথন তল্লাশি অভিযানে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI raids 2 tmc councillor house to investigate recruitment scam update

প্রতীকী ছবি।

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে আবারও গা ঝাড়া সিবিআইয়ের! এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই অভিযান। বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই দল। এদিন একইসঙ্গে তল্লাশি চলে রাজারহাটে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও। এছাড়াও এদিন মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি ছাড়াও কোচবিহারেও একাধিক ঠিকানায় হানা দেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রতিনিধিরা।

Advertisment

কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই অভিযান চলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তেই এই অভিযান বলে জানা গিয়েছে। বাপ্পাদিত্য কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। তিনি পার্থ চট্টোপাধ্যাযের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক তাঁর বাড়িতে পৌঁছে যায়।

তবে বাড়িতে পৌঁছনোর পর বেশ কিছুক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় সিবিআই আধিকারিকদের। বাড়ির ভিতর থেকে কেউ দরজা না খোলায় বাধ্য হয়ে প্রায় কুড়ি মিনিট বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে সিবিআই অফিসারদের।

আরও পড়ুন- পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢুকতে বাধা, অশিক্ষক কর্মীকে পিটিয়ে মারল ছাত্ররা

প্রায় কুড়ি মিনিট পর বাপ্পাদিত্য দাশগুপ্ত নিজে এসে দরজা খুলে দেন। তিনিই সিবিআই আধিকারিকদের বাড়ির ভিতরে নিয়ে গিয়েছেন। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- উইকেন্ডেই বিরাট বদল আবহাওয়ায়, শীত নিয়ে রইল সাড়াজাগানো আপডেট

এরই পাশাপাশি আজ সকালে রাজারহাটে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই হানা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযানে যায় তদন্ত সংস্থা। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে। দেবরাজ তৃণমূলের দমদগম-বারাকপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি। শহর কলকাতা ও তার আশেপাশের এলাকা ছাড়াও এদিন মুর্শিদাবাদ, কোচবিহার-সহ একাধিক জেলায় ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

tmc cbi partha chatterjee West Bengal WB SSC Scam
Advertisment