Advertisment

ফিরহাদ-মদনের বাড়ির পাশাপাশি একযোগে রাজ্যের ১২ জায়গায় CBI হানা

সুপার সানডেতে কলকাতা-সহ ২ জেলায় রুদ্ধশ্বাস অভিযানে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi raids at firhad hakim residence in kolkata update

ফিরহাদ হাকিম ও মদন মিত্র।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় একযোগে সিবিআই হানা। খাদ্যমন্ত্রীর পর এবার পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই অভিযান। রবিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল হানা দেয় কলকাতার চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার আরও একটি দল এদিন হানা দেয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাড়িতেও। ফিরহাদ-মদনের পাশাপাশি হালিশহর, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, টাকি, কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও সিবিআই অভিযান চলে। সুপার সানডেতে দুর্বার গতিতে তল্লাসিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

Advertisment

রবিবার সকাল ৯.১৫ নাগাদ সিবিআইয়ের একটি দল হানা দেয় কলকাতার চেতলায় পুরমন্ত্রীর বাড়িতে। সূত্রের খবর, বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্বও শুরু হয়ে যায়। ফিরহাদ হাকিমের বাড়ির সামনে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এদিকে, পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই ঢুকেছে শুনেই স্থানীয় তৃণমূল কর্মী-সমকর্থকরা সকাল সকাল জড়ো হন তাঁর বাড়ির বাইরে। কেন্দ্রের শাসকদল বিজেপিকে তুলোধনা করে শুরু হয় স্লোগানিং। রাজনৈতিক উদ্দেশ্যেই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

অন্যদিকে, এদিন সিবিআইয়ের আরও একটি দল হানা দেয় ভবানীপুরে মদন মিত্রের বাড়িতেও। অন্য একটি দল যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও। মদন মিত্রের বাড়িও ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিবিআইয়ের একটি দল মদনের দুটি বাড়ির ভিতরে ঢুকে শুরু করে জিজ্ঞাসাবাদ।

রবিবার শহর কলকাতা-সহ রাজ্যের মোট ১২ জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একাধিক প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে যান গোয়েন্দারা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলাতেও এদিন তল্লাশিতে যায় সিবিআই। সুপার সানডেতে টি টোয়েন্টির আদলে এই সিবিআই হানা। হালিশহর, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, টাকিতে হানা গোয়েন্দাদের। ৪ প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।

হালিশহরের প্রাক্তন পুরপ্রাধান অংশুমান রায়ের বাড়িতে যায় সিবিআই। অভিযান চলে কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতেও। কৃষ্ণনগরের প্রাক্তন পুরপ্রধান অসীম সাহাকেও জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। এছাড়াও নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও চলে তল্লাশি।

আরও পড়ুন- সপ্তমী to দশমী, শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটেও তাকলাগানো পরিষেবা মেট্রোর

রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগে দুর্নীতি মামলার তদন্তে এর আগে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়ি-সহ আরও বেশ কয়েকজ প্রাক্তন-বর্তমান চেয়ারম্যান ও পুর আধিকারিকের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে একটানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

আরও পড়ুন- জৌলুস কমলেও অটুট সাবেকিয়ানা, মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাসটা সত্যিই বেশ রঙিন!

ম্যারাথন সেই তল্লাশিতে বহু নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। সূত্রের খবর, সেই নথির ভিত্তিতেই এবার কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ির পাশাপাশি ২ জেলার একাধিক জায়গায় চলে সিবিআই তল্লাশি।

West Bengal cbi Municipality Job Scam kolkata news Firhad Hakim
Advertisment