Advertisment

পুর নিয়োগ দুর্নীতি: অলআউট অ্যাকশনে CBI, এবার হানা বিজেপি বিধায়কের বাড়িতেই

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI raids 2 tmc councillor house to investigate recruitment scam update

প্রতীকী ছবি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। গতকালের পর আজ সকাল থেকেও পুরোপুরি অ্যাকশন মুডে সিবিআই। এবার হানা নদিয়ার এক বিজেপি বিধায়কের বাড়িতেও। তবে শুধু সেখানেই নয়, সোমবার সকালে একযোগে সিবিআই হানা দেয় আরও দুই জেলায়।

Advertisment

বিজেপির কোন বিধায়কের বাড়িতে গেল সিবিআই?

সোমবার সকাল ৯.৪৫ নাগাদ রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। বিজেপির বর্তমান এই বিধায়ক এর আগে রানাঘাট পুরসভার পুরপ্রধান ছিলেন। এদিন সকালে বিজেপি বিধায়কের বাডিতে পৌঁছে যান সিবিআইয়ের বেশ কয়েকজন প্রতিনিধি। বিধায়কের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বাড়ির ভিতরে ঢুকে একদিকে যেমন শুরু হয় তল্লাশি উল্টোদিকে বিধায়ককে জিজ্ঞাসাবাদও শুরু করেন গোয়েন্দারা, এমনই খবর সূত্রের। অন্যদিকে, সিবিআইয়ের অন্য একটি দল এদিন হানা দেয় রানাঘাট পুরভাতেও। সেখানেও বেশ কিছু নথি এদিন খতিয়ে দেখেন গোয়েন্দারা।

আজ আর কোথায় কোথায় তল্লাশি অভিযান সিবিআইয়ের?

সোমবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও হানা দেয় সিবিআইয়ের অন্য একটি দল। সেখানে ডায়ন্ড হারবার পুরসভার প্রাক্তন পুরপ্রধান মীরা হালদারের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। একইভাবে বাড়িতে ঢুকে তল্লাশির পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদও। কেন্দ্রীয় সংস্থার অন্য একটি দল এদিন পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুরসভাতেও। একইভাবে সেখানেও তল্লাশি চালান গোয়েন্দারা।

এছাড়াও এদিন সিবিআই তল্লাশি চলে হাওড়ার উলুবেড়িয়াতেও। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সরকারের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআই। প্রাক্তন পুরপ্রধানের বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফের জওয়ানরা। ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। একইসঙ্গে চলে জিজ্ঞাসাবাদ পর্বও।

আরও পড়ুন- তৃণমূলের লাগাতার ধর্নায় সম্ভবত আজই ইতি! কোন পথে মিলতে পারে রফা?

রাজ্যের বিভিন্ন পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মুড়ি-মুড়কির মতো সরকারি চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই অভিযোগের তদন্ত করছে সিবিআই। তারই ভিত্তিতে এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

গতকাল এই একই কায়দায় রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটি পুরসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি অভিযানে গিয়েছিল সিবিআই। রবিবার ফিরহাদ-মদনদের বাড়ির পাশাপাশি রাজ্যের মোট ১২ জায়গায় অলআউট অভিযানে নেমেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। একাধিক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও চলে তল্লাশি-জিজ্ঞাসাবাদ। গতকালের পর আজ ফের একই কায়দায় অ্যাকশনে সিবিআই।

আরও পড়ুন- মহালয়ার ভোরে এমন্দিরে নাকি শোনা যায় নুপুরের আওয়াজ, ভক্তদের বিশ্বাস তিনিই মা দুর্গা!

tmc bjp cbi West Bengal Municipality Job Scam Municipality Recruitment Scam
Advertisment