Advertisment

কয়েকশো কোটির বিশাল প্রতারণা! সাতসকালে ব্যাঙ্ককর্মীদের বাড়ি বাড়ি CBI হানা

সিজিও কমপ্লেক্সের দফতর থেকে এদিন কমপক্ষে ২০টি গাড়িতে দিকে দিকে অভিযানে অফিসাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI raids in different parts of Kolkata in bank fraud cases

ফের শহরে সিবিআই অভিযান।

এবার ব্যাঙ্ক প্রতারণা মামলায় নিউটাউন, সল্টলেক ও কলকাতা শহরের একাধিক এলাকায় ম্যারাথন তল্লাশি অভিযানে সিবিআই। সোমবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেক্সের দফতর থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার বেশ কয়েকটি দল তল্লাশি অভিযানে বের হয়। একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মীদের বাড়িতে হানা গোয়েন্দাদের।

Advertisment

আবার শহরের দিক দিকে সিবিআই হানা। জানা গিয়েছে, ব্যাঙ্ক প্রতারণার মামলায় একাধিক জায়গায় সিবিআই হানা দেয়। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর থেকে একে একে তদন্ত সংস্থার একাধিক দল কমপক্ষে ২০টি গাড়িতে বেরোয়। নিউ টাউন, সল্টলেক সহ শহর কলকাতার একাধিক জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানে গোয়েন্দারা। দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়িতেও হানা দেন গোয়েন্দারা।

আরও পড়ুন- মারাত্মক দুর্ঘটনায় দাউদাউ করে আগুন ট্রেনের ইঞ্জিনে! ফরাক্কায় বড় বিপদ!

সিবিআই সূত্রের খবর, আরবিআই থেকে ৮০০ কোটি টাকা উধাও হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে। এরপরই সেই টাকার সন্ধানে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। তল্লাশির পাশাপাশি ব্যাঙ্ককর্মীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

হিন্দি বলয়ের হৃদয়ে মোদী- গোবলয় জুড়ে গেরুয়া ঝড়! বিরোধীদের থামাতে মোদীর ‘গ্যারান্টি ট্যাকটিক্স’ একশো’য় ১০০ 

kolkata news West Bengal cbi
Advertisment