CBI Raids Mahua Maitras House In Krishnanagar: সংসদে ঘুষের বদলে প্রশ্নের অভিযোগে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। সেই সূত্রেই শনিবার সকালে কলকাতার আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। নিরাপত্তীরক্ষীদের দাবি, ব্যবসায়ীর নাম ডি এল মৈত্র, তিনি মহুয়া মৈত্রের বাবা। এরপর দুপুর গড়িয়ে প্রায় বিকেল। দেখা যায়, কলকাতার পর কৃষ্ণনগরে পৌঁছেছে সিবিআই গোয়েন্দারা। কৃষ্ণনগের হাইস্ট্রিটের সিদ্ধেশ্বরীতলায় মহুয়া মৈত্রর বাড়িতে গিয়েছেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। ৮ থেকে ১০ জন কেন্দ্রীয় জওয়ান তৃণমূল প্রার্থীর বাড়ি ঘিরে রেখেছেন। চলছে তল্লাশি। মহুয়ার দলীয় কার্যলয়েও যান কেন্দ্রীয় গোয়েন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে জোর শোরগোল পড়েছে।
তবে, সিদ্ধেশ্বরীতলার বাড়িতে নেই মহুয়া মৈত্র। জানা গিয়েছে, শনিবার সকালে দলীয় প্রচারে গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন- BJP’s 2nd possible candidates list for Bengal 2024: বাংলার কোন কেন্দ্রে কে? একনজরে বিজেপির সম্ভাব্য দ্বিতীয় প্রার্থী তালিকা
সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া মৈত্র বেশি থাকেন না। করিমপুরের বাড়িতে বেশির সময় থাকেন তিনি। সিদ্ধেশ্বরীতলার পর করিমপুরের বাড়িতেও সিবিআই যায় কিনা তা নিয়ে জল্পনা চলছে।
ভোটের মুখে এই সিবিআই অভিযানের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি, 'মোদী সরকার স্বৈরতান্ত্র প্রতিষ্ঠার স্বার্থে এসব করছে। ওরা এখনও কৃষ্ণনগরে প্রার্থী দিতে পারেনি। তাই এখন মহুয়া মৈত্রকে বিরক্ত করতে চাইছেন। আসলে এইভাবে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও লাভ হবে না। ওই কেন্দ্রে ফের মহুয়াই জয়লাভ করবেন।'