Advertisment

বিচারপতি সিনহার তুলকালাম তুলোধনার পরই টনক নড়ল সিবিআই'য়ের? তেড়েফুঁড়ে তল্লাশি

কোন মামলায় কেন তল্লাশি?s

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal,aam aadmi party,Delhi CM Kejriwal,Manish Sisodia,Delhi Excise Policy Scam,CBI summons,Kejriwal,CBI To Question Arvind Kejriwal

লিপস অ্যান্ড বাউন্ডসের পদাধিকারীদের সম্পত্তির খতিয়ান ইস্যুতে সোমবারই বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাঁদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতির সিনহা ভর্ৎসনা করেছিলেন ইডি-র গোয়েন্দাদের। এরপর মঙ্গলবারই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে তল্লাশিতে নেমেছে সিবিআই।

Advertisment

কোন মামলায় কোথায় তল্লাশি?

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার সল্টলেক এবং হাওড়ার দাসনগর সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

কেন তল্লাশি?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নষ্টের অভিযোগ উঠেছে 'এস বসু রায় অ্যান্ড কোম্পানি' নামের এক সংস্থার বিরুদ্ধে। ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সংস্থাকে। সেই কোম্পানির মালিক কৌশিক মাজিকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে। মঙ্গলবার 'এস বসু রায় অ্যান্ড কোম্পানি'র দফতর, গোডাউনে তল্লাশি চালান গোয়েন্দারা। পাশাপাশি, কৌশিক মাজির বাড়িতেও অভিযান চলে।

কী জানতে চায় সিবিআই?

'এস বসু রায় অ্যান্ড কোম্পানি'র কর্ণধার কী করে ওমএমআর শিট নষ্টের দায়িত্ব পেল? কে তাঁকে এই সুপারিশ করেছিল? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। এই মামলায় তদন্তকারী হিসাবে সিবিআইয়ের রিপোর্ট দেখে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গোয়েন্দা আধিকারিকদের বিরুদ্ধে আতাঁতের অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন।

CBI Investigation High Court cbi
Advertisment