নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এবার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজয়কৃষ্ণ ভদ্রের বেহালার পর্ণশ্রীর বাড়িতে অভিযানে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ 'কালীঘাটের কাকু'-র নাম প্রকাশ্যে এনেছিলেন প্রথম। দুর্নীতির মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখেও সুজয়কৃষ্ণ ভদ্রের নাম শোনা গিয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র সিবিআই স্ক্যানারে রয়েছেন। এর আগেও একাধিকবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসের দফতরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের দাবি, কুন্তল ঘোষের মারফত বিভিন্ন সময়ে মোটা টাকা গিয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। পরে সেই টাকাই সুজয়কৃষ্ণ ভদ্র কারও কাছে পৌঁছে দিয়েছিলেন বলে দাবি তদন্ত সংস্থার সূত্রের।
আরও পড়ুন- ‘প্রশাসন সচেতন থাকলে একের পর খুন হতো না’, রাজ্যকে তুলোধনা এসসি কমিশনের
আপাতত যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলেছে সিবিআই। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় একযোগে হানা দিয়েছে সিবিআই। একদিকে যখন বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চলছে, ঠিক একই সময়ে তল্লাশি নিউ ব্যারাকপুরে সুকান্ত আচার্যর বাড়িতেও।
সুকান্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন। এর আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ফের এক দফায় তাঁর নিউ ব্যারাকপুরের বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।