scorecardresearch

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা’ কে? সুপ্রিম কোর্টে কড়া রিপোর্ট সিবিআই-য়ের

রিপোর্টে কার নাম উল্লেখ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার?

cbi report to supreme court against manik bhattacharya in primary tet scam , প্রাথমিকে নিয়োগ দুর্নীতির 'মূল মাথা' কে? সুপ্রিম কোর্টে কড়া রিপোর্ট সিবিআই-য়ের
সিবিআইয়ের জালে মুখ্যমন্ত্রীর কাকা

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কড়া রিপোর্ট দিল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ওএমআর শিট কেলেঙ্কারিতে মূল চক্রী মানিক ভট্টাচার্যই।

শীর্ষ আদালতে এদিন সিবিআই জানিয়েছে যে, ওএমআর শিট দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্যের বয়ানের সঙ্গে বাকিদের বয়ানের কোনও মিল নেই। এই মামলায় পর্যদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, সেই জেরায় নাকি রত্নাদেবী স্বীকার করেছেন যে চাপের মুখে তাঁকে দিয়ে বিভিন্ন কাগজে সই করানো হত।

এছাড়াও সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি জেলাভিত্তিক ফর্মুলায় সংগঠিত হয়েছিল। ২০১৬ ও ২০১৭-র টেটে বিপুল নিয়োগ হয়েছিল বেআইনিভাবে এবং সব নিয়োগের পিছনে ছিল টাকার লেনদেন। জেলাভিত্তিক চাকরির লেনদেনও ছিল পৃথক।

দুর্নীতির তদন্তে এদিন সরাসরি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে সিবিআই। আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তকে ঘেঁটে দিতে মানিক ভট্টাচার্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে অন্যদের বয়ানের মিল পাওয়া যাচ্ছে না।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cbi report to supreme court against manik bhattacharya in primary tet scam