বাংলায় ভোট পরবর্তী হিংসার তদন্তভার বৃহস্পতিবারই হাতে পেয়েছে সিবিআই। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই কোমর বাঁধছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ চারটি গোয়েন্দা দল। এছাড়াও, শুক্রবার পশ্চিমবঙ্গের ডিজি-কে চিঠি দিয়েছে সিবিআই। ভোট পরবর্তী খুন, খুনের চেষ্টা, ধর্ষণ ও মহিলাদের বিরুদ্ধে হওয়া নানা অভিযোগ সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে।
সূত্রের খবর, সিবিআইয়ের তরফে রাজ্য পুলিশের ডিজির কাছে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসায় কতজন মানুষ খুন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কতগুলি মামলা দায়ের করা হয়েছে? নির্বাচন-উত্তর হিংসার ঘটনাগুলির প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আদৌ কোনও পদক্ষেপ করেছে কি না? কতগুলি গ্রেফতারি হয়েছে, সেই মামলা তদন্তের অগ্রগতি কতদূর? হিংসার ঘটনার জেরে যে যে এফআইআর দায়ের করা হয়েছে তার কপিও দেখতে চেয়েছে তদন্তকারী সংস্থা। অভিযোগের ভিত্তিতে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কি বর্তমানে মুক্ত, নাকি জেলবন্দি? সেসবের নথিও দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- বাংলা ডেয়ারি: আশা-আশঙ্কার দোলাচলে মাদার ডেয়ারির কর্মীরা
তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চারটি দল গঠন করেছে। প্রত্যেক দলের নেতৃত্বে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর। এই চারটি দলের নেতৃত্বরা হলেন রামনিশ, অনুরাগ, বিনীত বিনায়ক ও সম্পত মিনা। এই চার গোয়েন্দা দলের প্রত্যেকটির সদস্য সংখ্যা সাত। নেতৃত্বে জয়েন্ট ডিরেক্টর ছাড়াও রয়েছেন একজন করে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, চার পুলিশ সুপার পদমর্যদার আধিকারিক। বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে দেশের নানা প্রান্ত থেকে এইসব গোয়েন্দাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে এ রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্ত দেখভালের দায়িত্বে অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন