scorecardresearch

প্রাথমিকে দুর্নীতি: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে অব্যাহতি চাইলেন CBI কর্তা, কীসের ইঙ্গিত?

সিবিআইয়ের দাবি, আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট গঠন করা হয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীরের অব্যাহতির আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না।

justice abhijit ganguly correction his decission on cancellation of 36000 primary teachers job , ৩৬ হাজার নয় প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিতারপতি অভিজিৎ গাঙ্গুলির
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তদন্ত থেকে অব্যাহতি চাইলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্য। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বেচ্ছায় অবসরের আর্জি জানিয়েছেন তদন্তকারী ধরমবীর সিং। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে যে, যেহেতু আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট গঠন করা হয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া ধরমবীর সিংয়ের অব্যাহতির আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। ধরমবীরের আবেদন দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিটে কয়েক জন বাঙালি অফিসার রাখার ভাবনার কথাও জানিয়েছেন বিচারপতি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনে এই নির্দেশ দিয়েছিলেন তিনি। উপেন জানিয়েছিলেন, এই সিটের সব সদস্য শুধু এই মামলারই তদন্ত করবেন। তাঁরা অন্য কোনও মামলায় ব্যস্ত হতে পারবেন না। আদালতের নজরদারিতে তদন্ত করা প্রয়োজন। তার পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের দুই মামলার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতির নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া এই মামলা ছেড়ে বেরিয়ে যেতেও পারবেন না। পুরো মামলার তদন্ত হবে আদালতের নজরদারিতে। সে কারণেই ধরমবীর চাইলেই স্বেচ্ছাবসর নিতে পারছেন না।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Cbi sit of primary recruitment scam member urges to justice abhijit ganguly to take volunteer retirement