কয়লা পাচার কাণ্ডে এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। আসানসোলের বিশেষ সিবিআই আদালত পলাতক বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে বিনয়কে গ্রেফতার করে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে আরও এক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর আগে একাধিকবার বিনয়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। তবে প্রতিবারই হাজিরা এড়িয়েছেন বিনয় মিশ্র। দেশের বাইরে থাকায় বিনয় মিশ্র কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে পারছেন না বলে আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবী। ইডি ও সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থাই বিনয় মিশ্রকে হাতে পেতে মরিয়া। বিনয়কে জেরা করলেই কয়লা কাণ্ডে বিপুল টাকার লেনদেনের গোটা ঘটনা সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির সঙ্গে একাধিক প্রভাবশালীর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এই বিনয় মিশ্র। তার হাত ধরেই কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই ও ইডি। কয়লা পাচারে বিপুল অঙ্কের টাকার লেনদেনের ভার বিনয়ই সামলাতেন বলে জেনেছেন তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন- ঝালদাকাণ্ডে গ্রেফতার নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু
বিনয় মিশ্রকে হাতে পাওয়া গেলে চাঞ্চল্যকর একাধিক তথ্য মেলার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই বিনয় মিশ্রকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালাচ্ছে সিবিআই ও ইডি। এব্যাপারে বিদেশমন্ত্রকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন দুই কেন্দ্রীয় সংস্থার কর্তারা।
জানা গিয়েছে, এই মুহূর্তে দ্বীপরাষ্ট্র ভানুয়াটুরে রয়েছেন বিনয় মিশ্র। তবে তার গতিবিধি নজরে রেখেছেন তদন্তকারী অফিসাররা। এবার আসানসোলের সিবিআই বিশেষ আদালত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বিনয়কে দেশে ফেরাতে তৎপরতা আরও বাড়িয়েছে সিবিআই। বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে বিনয়কে দেশে ফেরানোর তোড়জোড় চলছে।