Advertisment

সিবিআইয়ের কাছে চাঞ্চল্যকর সব তথ্য, পার্থই তরুপের তাস! আদালতে কি আবেদন?

এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে মক্কেলের জামিনের আবেদন করেন। যার বিরোধিতা করেছে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
primary recruitment scam case partha chaterjee tmc councillor bappaditya dasgupta ed , শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে সমন ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। ছবি- পার্থ পাল

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। চলছে তল্লাশি। ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যদেরও। সিবিআইয়ের দাবি, তদন্তে গোয়েন্দাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ বহু নথি। যার ভিত্তিতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার প্রয়োজন রয়েছে। তাই তাঁকে জেলে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার এই মর্মেই আলিপুর আদালতে আবেদন করেছে সিবিআইয়ের আইনজীবী।

Advertisment

এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে মক্কেলের জামিনের আবেদন করেন। যার বিরোধিতা করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার 'মাস্টার মাইন্ড'। কেন্দ্রীয় এজেন্সির নতুন আইও তৎপরতার সঙ্গে কাজ করছেন। হাতে নতুন তথ্য মিলেছে। এই অবস্থায় কোনও মতেই প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া উচিত নয়।

উভয়পক্ষের সওয়াল শুনে বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে ২৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ, পুজোর সময় এবারও জেলেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

সিবিআই সূত্রে খবর, আসল ওএমআর শিট কমিটি তৈরি করে নষ্ট করা হয়েছে। সেই বিষয়েই একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। যা খতিয়ে দেখতে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা প্রয়োজন। তাই জেলে গিয়েই জেরা করতে চায় সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তন্তকারীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করলে নিয়োগ মামলায় আরও তথ্য মিলতে পারে।

এদিন আদালত থেকে বেরনোর সময় অপসারিত তৃণমূল মহাসচিব জানিয়েছেন, সিবিআই তাঁকে ফের জেরা করলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

WB SSC Scam partha chatterjee cbi
Advertisment