নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জোর চর্চায় কুন্তল ঘোষের চিঠি ইস্যু। এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে ডেকে পাঠাল সিবিআই। সূত্রের খবর, কুন্তলের চিঠি সংক্রান্ত বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে প্রেসিডেন্সি জেলের সুপারকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই। এর আগেই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি ইস্যুতে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। কুন্তলের অভিযোগ ছিল, তাকে দিয়ে জোর করে শাসকদলের নেতাদের নাম বলাতে বাধ্য করা হচ্ছে। এমনকী তাকে দিয়ে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছিলেন কুন্তল।
আরও পড়ুন- লজ্জায়-অপমানে সিঁটিয়ে নাবালিকা! মাকে নিয়ে মেয়েটির সঙ্গে এটা কী করল প্রেমিক!
প্রেসিডেন্সি জেলের সুপারকে কুন্তলের চিঠির ব্যাপারে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে এবার ডেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেল হাসপাতালের এক চিকিৎসককে। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল হাসপাতালে থাকাকালীন কুন্তল ঘোষকে বাড়তি কোনও সুবিধা দেওয়া হয়েছিল কিনা সেব্যাপারেই ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুন্তলকে হাসপাতালে বাড়তি সুবিধা দেওয়া হলে কে তার সুপারিশ করেছিল সেব্যাপারেও ওই চিকিৎসকের কাছে জানতে চাইতে পারেন তদন্তকারীরা।
আরও পড়ুন- সন্দেহের বশে তরুণীকে নৃশংস খুন! দেখে ফেলায় জ্যেঠিমার সঙ্গেও চরম-কাণ্ড প্রেমিকের
আগামী সোমবার কলকাতায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেল হাসপাতালের ওই চিকিৎসককে। ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ও মামলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা, এমনই খবর সূত্রের।